বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪৮

কুয়াকাটার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কুয়াকাটার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

dynamic-sidebar

কলাপাড়া প্রতিনিধিঃ কুয়াকাটার সৈকতে গোসলে নেমে নাহিয়ান মাহাদী নাফী নামে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে।শুক্রবার দুপুর আড়াইটার দিকে কুয়াকাটা সৈকতের জিড়ো পয়েন্টের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। মৃত পর্যটক নাহিয়ান ঢাকার বংশাল থানার আবুল হোসেন রোডের বাসীন্দা নাজিম উদ্দিনের পুত্র ও ধানমন্ডি বয়েস স্কুলের দশম শ্রেনীর শিক্ষার্থী।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নাহিয়ান তার পরিবারের ২৩ সদস্যের সঙ্গে কুয়াকাটায় এসে হোটেল সমুদ্র বাড়িতে ওঠেন। পরে দুপুর আড়াইটার দিকে তাদের সঙ্গে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে গোসলে নেমে নিখোজ হন। প্রায় আধা ঘন্টা পর পরিবারের সদস্যরাই তাকে থেকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

নাহিয়ান সাঁতার জানতো বলে জানায় স্বজনরা।মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net