বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৩:১৪

শিরোনাম :
বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ সাংবাদিক মামুন অর রশিদের মায়ের মৃত্যুতে এস এম জাকির’র শোক নগরীতে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই বরিশালে সীমাবদ্ধতায় গরীবের ঈদ বাজার, দাম নিয়ে অসন্তোষ বেতন ভাতা বৃদ্ধির দাবিতে শেবাচিমে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন
মেহেন্দীগঞ্জে নির্বাচনী প্রচারণায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষ

মেহেন্দীগঞ্জে নির্বাচনী প্রচারণায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংর্ঘষ হয়েছে।আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হালিম চৌধুরী মিলন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রুমা বেগমের সমর্থকদের মধ্যে শুক্রবার (৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে এই সংর্ঘষ হয়। এতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষের ২০ জন সমর্থক আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গিয়ে ৪৬ রাউন্ড গুলি করেছে পুলিশ। বিষয়টি মেহেন্দীগঞ্জ থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে। সংর্ঘষ থামাতে গিয় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ পুলিশ সদস‌্যদের মধ্যে একজনের নাম রাজিব। বাকি দুজনের নাম এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, দক্ষিণ উলানিয়ার লালগঞ্জ বাজার এলাকায় আওয়ামী সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীদের সমর্থকরা প্রচারণা চালাতে গেলে সংর্ঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে মেহেন্দীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। এজন্য তারা ৪৬ রাউন্ড গুলি ছুড়তে বাধ্য হন।

এ বিষয়ে থানা বা উপজেলা প্রশাসন থেকে কেউ কোন বক্তব্য এখনো দেনিনি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার, ওসিসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত হয়েছেন।

বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। পরবর্তীতে কেউ যেন এমন কোন অপ্রিতিকর ঘটনা ঘটাতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net