শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৬

শিরোনাম :
রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ

সরকারি বরিশাল কলেজের দুই ছাত্রকে কুপিয়ে জখম

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার গণপাড়া এলাকায় কিশোর অপরাধীদের ধারালো অস্ত্রের আঘাতে দুই কলেজ ছাত্র আহত হয়েছেন। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের গণপাড়া বহুমুখী মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহতদের পক্ষ থেকে অভিযুক্তদের কিশোর গ্যাং উল্লেখ করে এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

আহত কলেজ ছাত্র মো. রাসেল এর ভাই মো. মাইনুদ্দিন বাদী হয়ে দায়েরকৃত অভিযোগে কিশোর অপরাধী ইউনুস (১৪), ইমন (১৬), হাবিব (১৬), মান্না (৪৫) কে নামধারীসহ আরও বেশ কয়েকজনকে অজ্ঞাতানামা আসামি করা হয়েছে।

আহতরা হলেন- ওই এলাকার নাসির উদ্দিন মিয়ার ছেলে ও সরকারি বরিশাল কলেজের সমাজ কল্যাণ বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র মো. রাসেল (২০) ও একই কলেজের হিসাব বিজ্ঞান অনার্স প্রথম বর্ষের ছাত্র এবং গণপাড়ার বাবুল মিয়ার ছেলে সাগর (২০)।

আহতরা জানিয়েছেন, ‘সিনিয়র জুনিয়রকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া হামলাকারিরা কিশোর গ্যাংয়ের সদস্য বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাহিদ বিন আলম বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net