বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৩

শিরোনাম :
সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ সাংবাদিক মামুন অর রশিদের মায়ের মৃত্যুতে এস এম জাকির’র শোক

বরিশালে ইউপি উপ-নির্বচনে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥মৃত্যুজনিত কারণে শূণ্য হওয়া বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী, উজিরপুরের সাতলা এবং পটুয়াখালীর মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বরিশালের দুটিতে আওয়ামী লীগ এবং মহিপুরে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

 

 

কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী, উজিরপুরের সাতলা এবং পটুয়াখালীর মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।মঙ্গলবার দিবাগত রাতে ভোট গননা শেষে পৃথকভাবে উপজেলা রির্টানিং অফিসারদ্বয় বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেছেন। সূত্রমতে, উজিরপুরের সাতলা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী খায়রুল বাশার লিটন ১২ হাজার ৫৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন সোহাগ মোল্লা পেয়েছেন ৬৬৯ ভোট।

 

 

এছাড়া অপর সতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান বিশ্বাসস পেয়েছেন ৩২৭ ভোট। এ ইউনিয়নে বিএনপিসহ অন্য কোন দল নির্বাচনে অংশ নেয়নি।এদিকে বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. ফয়সাল ওয়াহিদ মুন্না ৬ হাজার ৩০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী শওকত হোসেন হাওলাদার পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। এখানে মোট ভোটার সংখ্যা ছিলো ১৯ হাজার ৭৪ জন।

 

 

এছাড়া কলাপাড়ার মহিপুর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী হাজী মো. ফজলু ৭ হাজার ১৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মালেক আকন পেয়েছে ৪ হাজার ৪৮৩৬ ভোট। এখানকার ৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ১৪ হাজার ৭৬৯ জন। এর মধ্যে ভোট সংগৃহীত হয়েছে ১১ হাজার ৮৭৩টি। এর আগে মঙ্গলবার সকাল ৯টায় শুরু হয় তিনটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। যা বিরতিহীনভাবে চলে বিকাল ৫টা পর্যন্ত।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net