শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১২:১৯

শিরোনাম :
সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ সাংবাদিক মামুন অর রশিদের মায়ের মৃত্যুতে এস এম জাকির’র শোক
মঠবাড়িয়ায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

মঠবাড়িয়ায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

dynamic-sidebar

মঠবাড়িয়া প্রতিনিধি ॥পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী বাজারের ব্রিজের উত্তর পাশে বৃহস্পতিবার রাতে মানসিক ভারসম্যহীন নারী (পাগলী) একটি ফুটফুটে পুত্র সন্তান প্রসব করেছে। কিন্তু শিশু সন্তানটির বাবার পরিচয় জানা যায়নি। ফলে এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, হিন্দু সম্প্রদায়ের ওই মানসিক রোগী নারী গত দুই দিন আগে মিরুখালী বাজারে আসেন। অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। একবার বলেন তার স্বামীর নাম পরিমল, আবার বলে শিবু শিশুর বাবা, পিংকুর বাবা। স্থানীয় লোকজন পাগলীর সন্তান প্রসবে সহযোগিতা করেছেন। শিশুটির বাবার পরিচয় শনাক্ত করা যায়নি।

মঠবাড়িয়া থানা ওসি (তদন্ত) আব্দুল হক জানান, খবর পেয়ে পুলিশ রাত ১০ টার দিকে ওই পাগলী ও তার নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেপ্লক্সে ভর্তি করে। বর্তমানে মা ও শিশুটি সুস্থ রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net