বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৮:৪২

শিরোনাম :
রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ

বিশ্ব বাবা দিবস আজ

dynamic-sidebar

অনলাইন ডেস্কঃজন্মের পরে যে মানুষটির হাত ধরে হাঁটতে শেখা, যার কাঁধে চড়ে পৃথিবী জয়ের আনন্দ ঘুরে বেড়ানো ছোটবেলা- সে-ই বাবা। সন্তানদের মুখে হাসি ফোঁটাতে বিরামহীন পরিশ্রম করে ঘামে ভিজে থাকে যার শরীর, সে-ই বাবা। সাইকেল চালানো, সাঁতার শেখা, অক্ষর জ্ঞান শেখানো, বসা থেকে দাঁড়িয়ে থাকার এ ভালবাসার শিক্ষক বাবার কথা অনেকেই ভুলে যায়। অথচ এই বাবা মানে আমার নির্ভরতার আকাশ। এই বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋন।

 

প্রতিবছর জুনের তৃতয়ি রবিবার বিশ্ব বাবা দিবস পালিত হয়। সে হিসেবে আজ (২১ জুন) বাবা দিবস। ১৯১০ সালে অনানুষ্ঠানিক ভাবে বাবা দিবস পালন করা হলেও ১৯৭২ সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিনত হয়ে পালন করা হচ্ছে এ দিনটি। কিন্তু যে বাবা সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে, সেই সন্তান বাবাকে কতটুকো মনে রাখে! এখনও অনেক বাবাদের থাকতে হয় বৃদ্ধাশ্রমের চার দেয়ালের ভেতর। করোনায় আক্রান্ত বাবাকে রাস্তায় ফেলে আসতেও এতটুকু বুক কেঁপে ওঠেনা অবুঝ সন্তানদের।

 

এই বাবা-ই আমাদের ছোট বেলায় অসুস্থ্য হলে পাশে বসে নিদ্রাহীন রাত কাটিয়ে আমাদের আগলে রাখতো। ভয় করেনি ছোঁয়াচে রোগেরও। নিম পাতা বিছানায় রাখলে ছোয়াছে রোগের উপদ্রপ কমে যায়- তাই দু এক গ্রাম পাঁয়ে হেঁটে নিম গাছের পাতা জোগারে তার কতই না চেস্টা ছিল। সন্তানের শিয়রের পাশে সেই নিমপাতা রেখেই যেন তার তৃপ্তি।

 

সন্তানদের স্কুল, কলেজের গন্ডি পেড়োতে বাবাদের ছেঁড়া জামার ভেতরের- জ্বীর্ন শরীরটায় পুস্টিহীনতা বুকের ভেতরের ভালবাসায় খাঁদ ছিলনা এতটুকু। সন্তানের উজ্বল ভবিষ্যতে ঢাকা পরে যাবে বেদনার সবগুলো রং।

 

ভাবনার সাথে বাস্তবে অনেক অমিল থাকলেও সন্তানদের জন্য নিরবচ্ছিন্ন শুভ কামনার কমতি নেই। বয়সের ভারে ন্যূয়ে পরা শরীরটা সোজা হয়ে সন্তানের মুখের দিকে তাকাতে না পারার সময়ও নীচের দিকে তাকিয়ে-তোরা ভাল থাকিসের আঁকূতি, বাবা ছাড়া আর কে বলবে? বৃস্টির মাঝে ছাতা হয়ে থাকা বাবারা মৃত্যু পথযাত্রী এখন।

 

ঘরের কোনে বিছানায় শুয়ে বিনিদ্র রাত কাটান মৃত্যুর অপেক্ষায়। চশমাটা গলায় ঝুলিয়ে রাখেন সন্তান কখন এসে একটু পাশে বসবে, একটু দেখবেন। রাত করে সন্তানরা বাসায় না ফেরা পর্যন্ত এখনও তাদের চোখে ক্লান্তিহীন পথচেয়ে থাকার ভালবাসাটুকু সন্তানরা কতটুকু বুঝে? যেদিন এ আদেরর চোখগুলো বন্ধ হয়ে যাবে, নিথর হবে বাবাদের দেহ, তখন সন্তানদের অনুভূতিতে আর ওই মিষ্টি গন্ধটা জীবনের বাঁকে এসে ঘোরাফেরা করবেনা, ছাঁয়া দেয়া বটবৃক্ষের ভেতর নিরাপদে হাসবে না আর খর তাপের শীতল বাতাস।

 

মৃত্যুর পরে দাফনের সাথেই শেষ হয়ে যাবে ভরসার এই শক্তি, সাহসের বাবারা। তাই জীবিত থাকতেই যেন আগলে রাখি আমাদের বাবাদের। তখন আগলে ধরার সময় আমাদেরকেও জড়িয়ে ধরে বলতে পারে- ‘পাগল ছেলে ভয় কিসের? এখনও তো আমি বেঁচে আছি।’ ভাল থাকুক পৃথিবীর সকল বাবা।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net