বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৯:২৯

শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করলো আইসিসি

dynamic-sidebar

সরকারি হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১০ নভেম্বর) আইসিসি এক বোর্ড মিটিং করে। মিটিংয়ে তারা সিদ্ধান্তে উপনীত হয় যে, সদস্যপদের ক্ষেত্রে কোনো দেশকে যেসব নিয়ম-কানুন মানতে হয়, শ্রীলঙ্কা সেগুলো লঙ্ঘন করেছে। বিশেষ করে তারা নিজেদের স্বায়ত্তশাসন ধরে রাখতে পারেনি। মুক্ত থাকতে পারেনি সরকারি হস্তক্ষেপ থেকেও।


অনেক দিন ধরেই শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে ও ক্রিকেট বোর্ডের মধ্যে বিরোধ চলছিল। একাধিকবার ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগও তোলেন রানাসিংহে। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৫৫ রানে অলআউট হওয়ার পর ক্রীড়ামন্ত্রী সব ক্ষোভ উগরে দেন।
এরপর বোর্ডের সব কর্মকর্তাকে বরখাস্ত করেন রানাসিংহে। অন্তর্বর্তীকালীন কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান অর্জুনা রানাতুঙ্গা। একদিন যেতে না যেতে আদালতের আদেশে সেই সিদ্ধান্ত বাতিল হয়। পুনর্বহাল হন বোর্ডের পুরনো সদস্যরা।
ক্রীড়ামন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মি সিলভা। তার আপিলের প্রেক্ষিতে মঙ্গলবার (৭ নভেম্বর) পূর্ণ শুনানির পর বহিষ্কৃত কর্মকর্তাদের পুনর্বহাল করেন আপিল বিভাগ। আদালতের সিদ্ধান্তে জানানো হয়, দুই সপ্তাহ পুরনো বোর্ডই বহাল থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net