বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৮:২৫

বরিশালে বাসে আগুন

dynamic-sidebar

খবর বরিশাল: বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা তৃতীয় দফা অবরোধের শেষের দিকে বরিশাল সদর উপজেলায় একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। আজ শুক্রবার (১০ নভেম্বর) ভোরে উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরআইচা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হরতাল-অবরোধের কারণে চরআইচা গ্রামের এ আর খান মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে বাসটি পার্ক করে রাখা ছিল। ভোরে স্থানীয়রা বাসটিতে আগুন জ্বলতে দেখে ফোন করে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।

বাসের মালিক হাবিবুর রহমান সোহেল বলেন, ‘বাসটি কীর্তনখোলা নদীর পূর্বপারে চরকাউয়া খেয়াঘাট বাসস্ট্যান্ড থেকে বাকেরগঞ্জ-ডিসি রোড রুটে চলাচল করত। বাসে অগ্নিসংযোগের ঘটনায় দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, ‘উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরআইচা গ্রামে রাস্তার পাশে রাখা বাসটিতে আজ ভোরে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এতে বাসটি পুড়ে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net