বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৪

বরিশালে গভীর রাতে কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ

বরিশালে গভীর রাতে কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ

dynamic-sidebar

খবর বরিশাল: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতার মধ্যেই ঢাকা-বরিশাল মহাসড়কে একটি কাভার্ডভ্যানে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা অবরোধের প্রথমদিন বুধবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে ঘটনাটি ঘটেছে মহাসড়কের গৌরনদী উপজেলার সীমান্তবর্তী বাটাজোরের কবিবাড়ি নামক এলাকায়।

কাভার্ডভ্যানের চালক পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ি গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম কাজল জানান, বরিশাল বিসিক থেকে কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো ট-১৩-৩২৪৫) বিস্কুট নিয়ে সিলেটের মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়া হয়।

পথিমধ্যে কবিবাড়ি নামক এলাকায় পৌঁছালে মহাসড়কের ওপর গাছের গুড়ি ফেলে ৫/৬ জন ব্যক্তি গাড়ির গতিরোধ করে। একপর্যায়ে তিনজন লোকের হাতে থাকা পেট্রোল দিয়ে পিকআপভ্যানে আগুন ধরিয়ে দেয়া হয়।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানিয়েছেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছেন। ততক্ষনে কাভার্ড ভ্যানের সামনে অংশ পুড়ে গেছে। তবে বিস্কুটের কোন ক্ষতি হয়নি।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একইদিন রাত নয়টার দিকে উজিরপুর উপজেলার সোনার বাংলা নামক এলাকার মহাসড়কের মাঝে টায়ারে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।

 

খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net