বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৪

অবরোধ পালনকালে বরিশালে বিএনপির ১৫ নেতাকর্মী আটক

অবরোধ পালনকালে বরিশালে বিএনপির ১৫ নেতাকর্মী আটক

dynamic-sidebar

খবর বরিশাল: দেশব্যাপী বিএনপির ডাকা অবরোধ সফল করতে বরিশালে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।  এছাড়া সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও মিছিল বের করার সময় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন,বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল, বরিশঅল দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক ও সাবেক এমপি আবুল হোসেন খান, সহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
আজ বুধবার (১ নভেম্বর) সকাল সোয়া ৭ টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে বান্দরোডে মহানগর ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। কর্মসূচিতে নেতৃত্ব দেন মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি। এসময় তারা সড়কের ওপরে টায়ারে অগ্নি সংযোগ ঘটিয়ে বিক্ষোভ করেন।
এদিকে সকালে নগরের বটতলা ও থানা কাউন্সিল সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতৃবৃন্দ মিছিল বের করতে চাইলে সেখানে থেকে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, বরিশাল জেলা (দক্ষিন) বিএনপির আহবায়ক আবুল হোসেন, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, জেলা যুবদলে যুগ্ম সম্পাদক রেজাউল হক কিরণ, সাকলাইন মোস্তাক,নগরের ৫ নং ওয়ার্ড বিএনপি সদস্য সচিব হানিফ হাওলাদার, ৩নং ওয়ার্ড আহবায়ক সামসুল আলম,মহানগর স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক ডিন ইসলাম,সহ ১৫ জনকে আটক করেছে।
তবে ১০ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
আটক বাকীদের মধ্যে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোঃ হানিফ হাওলাদার, মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক দ্বীন ইসলাম, মহানগর বিএনপি সদস্য একে এম মুসা কাজল, রাশেদুজ্জামান, শামসুল আলম, আনিছুর রহমানসহ ১৫ জন রয়েছে বলে জানিয়েছে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net