মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২০

শিরোনাম :
সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ সাংবাদিক মামুন অর রশিদের মায়ের মৃত্যুতে এস এম জাকির’র শোক
বরিশালবাসীর ভাগ্য বদলের কারিগর হবেন খোকন সেরনিয়াবাত : নানক

বরিশালবাসীর ভাগ্য বদলের কারিগর হবেন খোকন সেরনিয়াবাত : নানক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ বছরে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছেন। যা ভবিষ্যতে আরো তরান্বিত হবে। কিন্তু যে কোন কারনেই হোক বরিশালে এই উন্নয়নের ছোঁয়া লাগেনি। এটা বরিশালবাসীসহ আমাদের সবার দুর্ভাগ্য। আমরা বিশ^াস করি সেই দুর্ভাগ্য কেটে গেছে।এখন শুধু শুভ দিনের অপেক্ষা। ভাগ্য বদল হবে বরিশালের মানুষের। আর এই ভাগ্য বদলের কারিগর হবেন আমাদের প্রার্থী খোকন সেরনিয়াবাত।

 

 

যাকে প্রধানমন্ত্রী আপনাদের ভাগ্য বদলের জন্য মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ^াস খোকন সেরনিয়াবাত হবেন বরিশালের উন্নয়নের নতুন কারিগর। আর এ জন্য নগরবাসীকে নৌকা মার্কায় ভোট দিয়ে খোকন সেরনিয়াবাত কে জয়যুক্ত করতে হবে। গতকাল বিকেলে নগরীতে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াতের পক্ষে গণসংযোগ করতে গিয়ে এসব কথা বলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বরিশালের কৃতি সন্তান ও বরিশার সিটি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ্যাড. জাহাঙ্গীর কবির নানক।

 

 

এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, বরিশালের উন্নয়নের জন্য খোকন সেরনিয়াবাতকে নির্বাচিত করতে হবে। এর কোন বিকল্প নেই। তিনি বলেন, খোকন ভাইয়ের মত সৎ,যোগ্য,মেধাবী নির্লোভ ও বিচক্ষন প্রার্থী আর নেই। বিগত সময়ে নগরীর যতটা উন্নয়ন ঘাটতি হয়েছে খোকন সেরনিয়াবাত নির্বাচিত হলে তা পুষিয়ে দেবেন। প্রধানমন্ত্রী বরিশালকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবেন। তাই নগরবাসীকে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করতে হবে।

 

 

নেতৃবৃন্দ ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহবান জানান। বিকেল ৫ টায় নগরীর সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয় থেকে লিফলেট বিতরণ ও গণ সংযোগ নগরীর সদর রোড কালিবাড়ি মোড় হয়ে পুনরায় আবার দলীয় কার্যালয়ে এসে কর্মসূচী শেষ হয়। আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড মোঃ আফজাল হোসেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. এ কে এম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সাইদুর রহমান রিন্টু, এ্যাড. রফিকুল ইসলাম খোকনসহ অনেকেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net