বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১১:০৭

ডিজিটাল নিরাপত্তা আইনে ৭০০১টি মামলা হয়েছে: আইনমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইনে ৭০০১টি মামলা হয়েছে: আইনমন্ত্রী

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইনে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত সারাদেশে মোট ৭০০১টি মামলা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

সোমবার (০৫ জুন) জাতীয় সংসদে গণফোরামের সদস্য মোকাব্বির খানের এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী এ তথ্য জানান।

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। সোমবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে ৩১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত সারাদেশে মোট ৭০০১টি মামলা দায়ের হয়েছে।

 

আওয়ামী লীগের সংসদ সদস্য আবুল কালাম আজাদের এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বর্তমানে বাংলাদেশের অধস্তন আদালতসমূহে ৩১শে মার্চ পর্যন্ত মোট বিচারাধীন মামলার সংখ্যা- ৩৬,৭০,৬৭০ (ছত্রিশ লাখ সত্তর হাজার ছয়শত সত্তর)টি। তারমধ্যে দেওয়ানি মামলার সংখ্যা ১৫,৮৪,১৬০ (পনের লাখ চুরাশি হাজার একশত ষাট)টি ও ফৌজদারি মামলার সংখ্যা ২০,৮৬,৫১০ (বিশ লাখ ছিয়াশি হাজার পাঁচশত দশ)টি।

 

 

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net