শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩১

শিরোনাম :
রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ

বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥ বরিশালে নানা অপকর্মে মলিন হয়ে পড়েছে ছাত্রলীগের অতীত ঐতিহ্য। বর্তমান আহবায়ক কমিটির কারণে জলে গেছে সব অর্জন। চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল,নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে বর্তমান বরিশাল মহানগর আহবায়ক ছাত্রলীগ মানেই রীতিমতো আতংক। আওয়ামী লীগ নেতারাও ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। বরং ছাত্রলীগ ক্যাডার আর অপকর্মগুলোকে প্রশ্রয় দিয়ে দলে নিজের অবস্থান ‘পাকা’ করার অপচেষ্টা অনেকের মধ্যে।

 

এর ফলও দেখেছে ক্ষমতাসীন দল। ছাত্রলীগ ক্যাডারদের হাতে লাঞ্ছিত হয়েছেন জাতীয় নেতারাও। এমন সকল অভিযোগের ভিত্তিতে বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ছাত্রলী‌গের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ব‌লেন, তিন মা‌সের জন‌্য বরিশাল মহানগর ছাত্রলী‌গের ক‌মি‌টির অনুমোদন দেয়া হ‌য়ে‌ছি‌ল। দেশরত্ন শেখ হা‌সিনার নি‌র্দেশনা অনুযায়ী সংগঠ‌নের কার্যক্রম ত্বরা‌ন্বিত কর‌তে এ ক‌মি‌টি বিলুপ্ত ঘোষণা করা হ‌য়ে‌ছে।২০২২ সালের ২৩ জুলাই রইস আহ‌ম্মেদ মান্নাকে আহ্বায়ক করে ৩২ সদস্যের তিন মাসের কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

কমিটি অনুমোদনের পর সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ লাইভে বলেছিলেন, তার হয়ে কাজ করায় কমিটির পদ দিয়ে পুরস্কৃত করা হয়েছে। পদ পাওয়ার পরে পূর্বের থেকেও নানান বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ছাত্রলীগের একাধিক নেতৃবৃন্দ।

সম্প্রতি নগরীর কাউনিয়া এলাকায় বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহর অনুসারী বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক আহবায়ক রইজ আহমেদ মান্না পর পর দুইবার বিসিসি নির্বাচনে বঙ্গবন্ধুর ভাগ্নে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এর সমর্থিত কর্মীদের গত (৮ই মে) পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি এবং (১৪ই মে) দেশীয় অস্ত্র দিয়ে চার জনকে কুপিয়ে যখমের ঘটনায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়।

 

হামলায় আহত মনা আহম্মেদ বাদী হয়ে কাউনিয়া থানায় বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রইজ আহম্মেদ মান্নাসহ ২১ জন নামধারী ও অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহর অনুসারী বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক আহবায়ক রইজ আহমেদ মান্নাসহ ১৩ জনকে আটক করে কাউনিয়া থানা পুলিশ।

 

 

এঘটনার পর সোমবার (১৫ মে) রাত ৯টার দিকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের এক জরুরী সভায় বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির কপি শেখ ওয়ালি আসিফ ইনান এর ফেইসবুক আইডিতে প্রকাশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net