মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১০:১৯

প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা অপরিসীম। সঠিকভাবে পাঠদানের মাধ্যমেই আগামীর প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে, যার মধ্য দিয়ে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন পূর্ণ হবে।তাই নতুন প্রজন্মকে স্বচ্ছতার সঙ্গে সঠিকভাবে পাঠদানের অনুরোধ জানাই জাতিকে উন্নত করার লক্ষ্যে গুরু ভূমিকা পালন করার জন্য। এজন্য শিক্ষার্থীদের সঙ্গে মাতৃ-পিতৃতুল্য আচরণ করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ স্লোগানে রোববার (২৯ জানুয়ারি) সকালে বরিশাল সদর উপজেলার হলরুমে অনুষ্ঠিত সদ্য নিয়োগপ্রাপ্ত ১১০ জন সহকারী শিক্ষকদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বরিশাল সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয় তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় গোটা দেশ নিয়ে ভাবেন।

 

এজন্য আজ অবহেলিত দক্ষিণাঞ্চলে একের পর এক উন্নয়ন সাধিত হচ্ছে।তিনি বলেন, আমি যদি ভালো কাজ করি তাহলে আমায় জনগণ আগামীতে তাদের মূল্যবান ভোট দেবে। আর যদি কাজ না করি তাহলে ভোট দেবে না।বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই, বরিশাল জেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু।

 

বরিশাল সদর উপজেলা শিক্ষা অফিসার ফয়সাল জামিলের সার্বিক তত্ত্বাবধায়নে এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ বরিশাল সদর উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারীরা।এর আগে প্রধান অতিথি বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক-শিক্ষিকাদের ফুল দিয়ে বরণ করেন।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net