শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১:০৪

শিরোনাম :
সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ সাংবাদিক মামুন অর রশিদের মায়ের মৃত্যুতে এস এম জাকির’র শোক
ভোটারদের চাওয়ার প্রতিফলন ঘটাতে আবারো নির্বাচনে প্রতিদন্দ্বীতা করছি মনোনয়ন দাখিল শেষ–পারভেজ মৃধার

ভোটারদের চাওয়ার প্রতিফলন ঘটাতে আবারো নির্বাচনে প্রতিদন্দ্বীতা করছি মনোনয়ন দাখিল শেষ–পারভেজ মৃধার

dynamic-sidebar

বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশাল জেলা পরিষদ নির্বাচনে (৩নং ওয়ার্ড) বাবুগঞ্জ থেকে সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মাইনুল হোসেন পারভেজ মৃধা।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে তিনি জেলা জৈষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম এর কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় প্রস্তাবকারী ও সমর্থনকারী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাইনুল হোসেন পারভেজ মৃধা ২০১৯ সালে উপ-নির্বাচনে ১১ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়। তিনি দীর্ঘদিন যাবৎ রহমতপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মনোনয়ন পত্র দাখিল শেষে পারভেজ মৃধা বলেন, আমি বিগত মেয়াদে জেলা পরিষদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছি। এবছর ৬ ইউনিয়নের ভোটারদের চাওয়ার প্রতিফলন ঘটাতে আবারো নির্বাচনে প্রতিদন্দ্বীতা করছি। আশা করি প্রতিদন্দ্বী প্রার্থীর চেয়ে বিপুল ভোট বেশি পেয়ে নির্বাচিত হবো।

উল্লেখ্য বাবুগঞ্জের ৬ ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের মোট ৮১ টি ভোট রয়েছে।
জেলাপরিষদ নির্বাচনে (৩নং ওয়ার্ড) বাবুগঞ্জে সদস্য পদ আওয়ামীলীগ উন্মুক্ত রাখেছে বলে জানা গেছে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net