বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩০

বরিশালে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

বরিশালে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥ ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগান নিয়ে নানা আয়োজনে বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ এবং মৎস্য চাষি ও উদ্যোক্তাদের মাঝে চেক ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে সার্কিট হাউজ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সার্কিট হাউজ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সার্কিট হাউস সম্মেলন কক্ষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্ন্যামতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।

সভার শেষ পর্যায়ে মৎস্য চাষি, উদ্যোক্তা, মৎস্যজীবীদের মাঝে চেক ও পুরস্কার বিতরণ করা হয়। পরে বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন ডিসি লেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net