বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৮

শিরোনাম :
রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ
শেবাচিম হাসপাতালে ভর্তির আগেই বারান্দায় সন্তান প্রসব

শেবাচিম হাসপাতালে ভর্তির আগেই বারান্দায় সন্তান প্রসব

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনার পরই বারান্দায় সন্তান হয়েছে এক গৃহবধূর। এক সেবিকার সহায়তায় নির্বিঘ্নে এই সন্তান ভূমিষ্ঠ হয়।

বুধবার দুপুরে জন্ম নেওয়া এই ছেলে সন্তান সুস্থ আছে বলে গাইনি ওয়ার্ডে কর্তব্যরত সেবিকা ত্রিবেনী রায় জানান।সদ্য দ্বিতীয় সন্তানের মা হওয়া বিউটি বেগম (২৫) বরিশাল সদর উপজেলার রায়াপাশা-কড়াপুর ইউনিয়নের রায়পাশা গ্রামের লোকমান খলিফার স্ত্রী।

বর্তমানে বিউটি বেগম বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।নার্স ত্রিবেনী রায় বলেন, গৃহবধূকে হাসপাতালের জরুরি ওয়ার্ডে সামনের নিয়ে আসার পর প্রসব বেদনা ওঠে। প্রাকৃতিক নিয়মে সন্তানের জন্ম হয়। বিউটি বেগম ও তার শিশু সন্তান সুস্থ রয়েছে।

ত্রিবেনী বলেন, এ সময় একজন সিনিয়র স্টাফ নার্স কাজ শেষে বাসায় ফেরার পথে এ দৃশ্য দেখে সন্তান প্রসবে সহায়তা করেছেন।মানববতার খাতিরে তাৎক্ষণিক সিদ্ধান্তে ওই নার্স সন্তান প্রসবে সহায়তা করেন।

 

প্রত্যক্ষদর্শী জরুরি বিভাগের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য সজল জানান, অটোতে গৃহবধূকে নিয়ে আসেন তার স্বজনরা।“তাকে জরুরি বিভাগের বারান্দায় রেখে স্বজনরা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে যান। এ সময় ওই নারী বারান্দার গ্রিল ধরে প্রসব ব্যথায় চিৎকার করে ওঠেন। তখন জরুরি বিভাগের সামনে দিয়ে যাওয়ার সময় এক নার্স স্থানটি চাদর এনে ঘিরে সন্তান প্রসব করিয়েছেন।”

 

চিকিৎসাধীন গৃহবধূ বিউটি বলেন, এটি তার দ্বিতীয় সন্তান। জরুরি বিভাগের সামনে আসার পর হাসপাতালে ভর্তির আগেই তার প্রসব ব্যথা ওঠে। তখন এক নার্স তাকে সহায়তা করেছেন।মেয়ে ও নাতি সুস্থ আছে বলে গৃহবধূর বাবা ইদ্রিস হাওলাদার জানান।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net