শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১২

শিরোনাম :
সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ সাংবাদিক মামুন অর রশিদের মায়ের মৃত্যুতে এস এম জাকির’র শোক
বরিশালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন

বরিশালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ “জনগণের অংশীদারিত্বেই শান্তি ও সমৃদ্ধি” প্রতিপাদ্যেকে সামনে রেখে বরিশালে পালিত হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। এ উপলক্ষে রোববার (২৯মে) সকাল ১১ টায় বিএমপি পুলিশের আয়োজনে বরিশাল জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) প্রলয় চিসিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আখতারুজ্জামান ।

অনুষ্ঠানের শুরুতেই যে সকল শান্তিরক্ষীরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিজের জীবন আত্মাহুতি দিয়েছেন, তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস রাসেল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন মােহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মােহাম্মদ নজরুল হােসেন, উপ পুলিশ কমিশনার দক্ষিণ মাে. আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার ডিবি মাে. মনজুর রহমান, শেখ হাসিনা সেনানিবাসের প্রতিনিধি মেজর তানভীর রশিদ খান, জেলা প্রশাসক প্রতিনিধি এডিএম রকিবুর রহমান খান, ইউনিসেফ প্রতিনিধি রেপিড একশন ব্যাটেলিয়ন, সিআইডি, এপিবিএন, টুরিস্ট পুলিশ, রেঞ্জ পুলিশ, জেলা পুলিশ ও সহ বিএমপি’র সকল শীর্ষ কর্মকর্তা বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।সভায় সভাপতি তাঁর বক্তব্যে বলেন,”বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীদের ইতিবাচক ভূমিকার ফলে বিশ্বে আজ শান্তিপ্রিয় দেশ হিসেবে বাংলাদেশ সুপরিচিত। সিয়েরা লিয়নে আজ বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। রাস্তাঘাটের নামকরণ করা হয়েছে বাংলাদেশের নামে।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ এখন সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। বিশ্বশান্তি প্রতিষ্ঠার পাশাপাশি রেমিটেন্স যোদ্ধা হিসেবেও আমরা দেশের অর্থনীতিতে অসামান্য ভূমিকা রেখে চলছি। আমাদেরকে নিজ দেশের শান্তি প্রতিষ্ঠায় জনগণকে সম্পৃক্ত করে কাঁধে কাঁধ মিলিয়ে যার যার অবস্থান থেকে একযোগে কাজ করে যেতে হবে, তবেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ সম্ভব হবে ।”বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাস, সংঘাত ও দাঙ্গা দমন করে শান্তি স্থাপন, তথা সেসব দেশ পুনর্গঠনে এ দেশের শান্তিরক্ষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এসব কারণে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনী সাফল্যের শীর্ষে অবস্থান করছে।পরে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপিত করা হয়।

 

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net