মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৯:৫১

শিরোনাম :
বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ সাংবাদিক মামুন অর রশিদের মায়ের মৃত্যুতে এস এম জাকির’র শোক নগরীতে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই বরিশালে সীমাবদ্ধতায় গরীবের ঈদ বাজার, দাম নিয়ে অসন্তোষ বেতন ভাতা বৃদ্ধির দাবিতে শেবাচিমে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন
বেপরোয়া সড়কে ঝরল ৪ হাফেজসহ ৬ শিক্ষার্থীর প্রাণ

বেপরোয়া সড়কে ঝরল ৪ হাফেজসহ ৬ শিক্ষার্থীর প্রাণ

dynamic-sidebar

অনলাইন ডেস্ক ॥ একদিনে ছয় শিক্ষার্থীসহ ১০ জন প্রাণ হারিয়েছেন সড়কে। বাগেরহাটের ফকিরহাটে ট্রাক ও মাহেন্দ্রর সংর্ঘষে মাদ্রাসার চার শিক্ষার্থী, পাবনায় এসএসসি পরীক্ষার্থীসহ তিনজন, রংপুরের কাউনিয়ায় পুলিশ কনস্টেবল, পাবনার সাঁথিয়ায় দুজন, নোয়াখালীর হাতিয়ায় স্কুলছাত্র এবং নওগাঁর মহাদেবপুরে একজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

বাগেরহাট:

ফকিরহাটে ঘন কুয়াশার কারণে ট্রাক ও মাহেন্দ্রর সংঘর্ষ হয়। এতে প্রাণ গেছে মাদ্রাসার চার শিক্ষার্থীর। খুলনা-মোংলা মহাসড়কের শ্যামবাগাতে শনিবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাফেজ অবদুল্লাহ, হাফেজ আব্দুল গফুর, হাফেজ সালাউদ্দিন ও সাবিব্বর হোসেন। এ ছাড়া তিনজন আহত হয়েছেন। হতাহতরা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর কওমি মাদ্রাসার শিক্ষার্থী। শনিবার খুলনায় কেরাত প্রতিযোগিতা শেষে মাহেন্দ্রযোগে তারা মাদ্রাসায় ফিরছিলেন। এর মধ্যে আবদুল্লাহ বাগেরহাট সদর উপজেলার রনজিতপুর এলাকার হোসাইনের ছেলে, আব্দুল গফুরের বাড়ি রামপালের ঝনঝনিয়ায়, সালাহউদ্দীনের বাড়ি সাতক্ষীরা ও মো. সাব্বির হোসেনের বাড়ি ফকিরহাটের পিলজং এলাকায়।

পাবনা ও সাঁথিয়া:

পাবনায় রোববার পৃথক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। তারা হলেন- সদর উপজেলার পুটিগাড়া গ্রামের মৃত তারন আলী বিশ্বাসের ছেলে ভ্যানচালক রবিউল ইসলাম বিশ্বাস (৬৫), একইগ্রামের কফিল উদ্দিনের ছেলে আব্দুল মোমিন (৪৫) ও শ্রীকৃষ্টপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (১৮)। সদর উপজেলার আতাইকুলায় ট্রাকের ধাক্কায় রবিউল ও মোমিন নিহত হয়। এছাড়া জোতআদমে করিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আলোহী এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

কাউনিয়া ও পীরগাছা (রংপুর): কাউনিয়া উপজেলার রাজেন্দ্র বাজারের কাছে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে নাইট কোচের চাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল তাজুল ইসলাম (৩৮)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ফরাজী পাশা গ্রামের গোপালের খামার এলাকার আব্দুস সালামের ছেলে। কাউনিয়া উপজেলার রাজেন্দ্র বাজারের কাছে রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

হাতিয়া (নোয়াখালী):

নিঝুমদ্বীপ ইউনিয়নে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত মো. সম্পদ (১৮) নিঝুমদ্বীপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলাউদ্দিনের ছেলে ও ৮ম শ্রেণির ছাত্র। বন্দরটিলায় শনিবার এ দুর্ঘটনা ঘটে।

মহাদেবপুর (নওগাঁ): মহাদেবপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত মতিউর রহমান ওরফে আব্দুল মতিন (৩৫) মান্দা উপজেলার মৈনম মোল্লাপাড়া গ্রামের মৃত সোলায়মানের ছেলে। দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাট চকগৌরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আগৈলঝাড়া (বরিশাল):

আগৈলঝাড়ায় রোববার সকালে ইজিবাইক উল্টে স্কুলছাত্রসহ ৭ জন আহত হয়েছে। উপজেলার গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ সড়কের পয়সারহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net