মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪৬

বাবুগঞ্জে উপজেলা পরিষদের অনুদান পেল ২৫টি পূজা মন্ডপ!

বাবুগঞ্জে উপজেলা পরিষদের অনুদান পেল ২৫টি পূজা মন্ডপ!

dynamic-sidebar

বাবুগঞ্জ প্রতিনিধি ॥ শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে বাবুগঞ্জের ৬টি ইউনিয়নের ২৫টি পূজা মন্ডপে আর্থিক অনুদান দিয়েছে উপজেলা পরিষদ। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের হল রুমে আনুষ্ঠানিকভাবে প্রত্যেকটি পূজা মন্ডপের সভাপতির হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী পরিতোষ চন্দ্র পাল’র সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল দুলাল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা সৈয়দ ফারুখ হোসেন, কালাম জোমাদ্দারসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল দুলাল বলেন, কুমিল্লার ঘটনায় একটি পক্ষ সারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে। বাবুগঞ্জে সাম্প্রদায়িক কোন অস্থিরতা সৃষ্টি হতে দেওয়া হবে না। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। কুমিল্লায় কুরআন অবমাননার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করে তিনি বলেন এ জন্য পুরো হিন্দু সম্প্রদায় দায়ী নয়।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net