শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৮:০৪

শিরোনাম :
সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ সাংবাদিক মামুন অর রশিদের মায়ের মৃত্যুতে এস এম জাকির’র শোক

গভীর রাতে নগরীর ২৮নং ওয়ার্ডে দূর্ধষ চুরি

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর ২৮নং ওয়ার্ড শের-ই-বাংলা সড়কের চহুতপুর স্কুলের পূর্ব পাশ্বে আকন বাড়ির আনিচ আকনের দোকান ও বসবাসরত ঘরে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে।সোমবার গভীর রাতে রান্না ঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে চোর চক্রের সদস্যরা।

পরবর্তীতে ঘরের দুইটি আলমারি ভেঙ্গে স্বর্ণালংকার ও ঘরের সাথে সংযুক্ত দোকানের ক্যাশ বাক্সর তালা ভেঙ্গে নগদ প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা চুরি করে নেয় তারা। চুরির ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে বরিশাল এয়ারর্পোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ।এ ব্যপারে আনিচ আকনের ছোট ভাই ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক রিয়াজ আকন জানান, ২৮নং ওয়ার্ড উপ-নির্বাচনের দিন ওয়ার্ডে প্রার্থীদের মধ্যে ঝামেলা হওয়ায় আমার ভাই আনিস আকন তার পরিবারসহ কালিজিরা তার শ্বশুর বাড়িতে গিয়েছিলো। তারা যাওয়ার পর থেকেই ঘর ও দোকান তালাবদ্ধ অবস্থায় ছিলো।

শুধুমাত্র আমাদের এক প্রতিবেশীকে তাদের কিছু হাঁসমুরগি দেখাশুনা করার জন্য বলেছিলো। প্রতিদিনের মতো আজ সকালেও হাঁসমুরগির ঘর খুলতে গিয়ে দেখেন যে, রান্না ঘরের জানালার গ্রিল ভাঙ্গা অবস্থায় রয়েছে। পরবর্তীতে তিনি সাথে সাথে আমাদের জানালে আমরা আনিস ভাইকে খবর দেই।

এ ব্যপারে ভুক্তভুগি আনিচ আকনের স্ত্রী জানান, আমরা যখন শেষ বারের মতো বাড়ি থেকে যাই তখন সবকিছু ভালো করে তালা মেরে গেছিলাম কিন্তু কিভাবে কি হলো কিছুই বুঝে উঠতে পারছিনা।ঘরের মধ্যে দুইটি আলমারি ভেঙ্গে আমার একটি হাতের রুলি ও একটি কানের দুল নিয়ে গেছে যার বাজার মূল্য প্রায় ৯০হাজার টাকা। এছারাও আমাদের ঘরের সাথেই দোকানের যাতায়াত ব্যবস্থা থাকায় দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ১০হাজার টাকা ও প্রায় ৪০হাজার টাকার মালামাল নিয়ে গেছে চোর চক্র। তিনি আরো বলেন,কে বা কারা গভীর রাতে ঘরের গ্রিল ভেঙ্গে চুরি করেছে তা আমি জানিনা। এয়ারর্পোট থানায় চুরির ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net