শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৪

শিরোনাম :
রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ
উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২৫

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২৫

dynamic-sidebar

উজিরপুর প্রতিনিধিঃ  ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর নামক স্থানে এক পথচারী নিহত ও আহত হয়েছেন ২৫ জন। রোববার বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারী উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের নির্মল চন্দ্র হালদারের বড় ছেলে নিক্সন চন্দ্র হালদার (৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা বুরঘাডা গামী লোকাল বাস জিসান পরিবহনের (বরিশাল-ব-১১-০০৬৭) সঙ্গে বগুড়া থেকে আসা তুহিন পরিবহনের (ঢাকা-মেট্রো-ব-১৪-০২০৪) এক পাশে লেগে যায়। এ সময় তুহিন পরিবহনের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বাইসাইকেল চালককে চাকায় পৃষ্ঠ করে ফাঁকা একটি ঘরে উঠিয়ে দেয়। এ সময় নাসিমা বেগম (৩৫), আনিসুর রহমান (৪৫), তুহিন (২৬), জাকারিয়া (৩০), মিলনসহ (২৯) প্রায় ২৫ জন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

তুহিন পরিবহনের যাত্রী মোস্তাফিজ বলেন, ‘আমি মোস্তাফপুর থেকে বরিশালের উদ্দেশ্য রওনা দিয়েছিলাম। এ সময় আমাদের গাড়িতে ২৫-৩০ জন যাত্রী ছিল। বেপরোয়া গাড়ি চালানোর কারণে যাত্রীরা একাধিকবার চালককে নিষেধ করে কিন্তু চালক কারওর নিষেধ না শুনে বেপরোয়া গাড়ি চালিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে। ঘটনার পরে যে যেভাবে পারছে চলে গেছে।

উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তবরত ডা. সুমাইয়া জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৮ / ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এর ভেতর তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। নিহতের পক্ষ থেকে কোনো অভিযোগ দিলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net