শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৭

শিরোনাম :
সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ সাংবাদিক মামুন অর রশিদের মায়ের মৃত্যুতে এস এম জাকির’র শোক

বরিশালে ইউএনও-পুলিশের মামলায় ১২ আসামির জামিন

আদালত
dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল সদর উপজেলায় শোক দিবসের ব্যানার অপসারণকে কেন্দ্র করে গত (১৮ আগস্ট) ইউএনও, পুলিশ ও আওয়ামীলীগের মধ্যে গোলাগুলি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আনসার, পুলিশ ও আওয়ামীলীগের আহত হয় প্রায় অর্ধশতাধিক।

 

সেই ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেন ইউএনও মুনিবুর রহমান এবং কোতোয়ালি মডেল থানার এস আই শাহাজালাল। মামলা দায়েরের পর ২২ জনকে আটক করেন পুলিশ। বুধবার (২৫ আগস্ট) আসামিদের জামিন আবেদন করলে, ১২ আসামিদের জামিন মঞ্জুর করেন আদালাত।বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর।

 

তিনি বলেন, একটি ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে এবং উভয়পক্ষ থেকে মামলা দায়েরও করা হয়। বুধবার ইউএনও এবং পুলিশের দায়ের করা মামলায় আসামিদের জামিন আবেদন করলে ইউএনওর করা মামলায় ৩ জন ও পুলিশের করা মামলায় ৯ জন আসামির জামিন মঞ্জুর করেন আদালাত।

 

 

এদিকে ইউএনও মুনিবুর রহমান ও কোতোয়ালি থানার ওসিসহ ৭/৮০ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলার আবেদন করলে, আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net