শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৫

শিরোনাম :
সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ সাংবাদিক মামুন অর রশিদের মায়ের মৃত্যুতে এস এম জাকির’র শোক

dynamic-sidebar

আফনান সাঈদ আলিফ(বাবুগঞ্জ):বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে জাতীয় পার্টির আয়োজনে দলীয় নেতাকর্মীদের নিয়ে সাংগঠিনক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৮জানুয়ারী) মাধবপাশা চন্দ্রদীপ হাইস্কুল এন্ড কলেজ মাঠে এ আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, বরিশাল-৩ আসনের সাংসদ গোলাম কিবরিয়া টিপু।

 

এসময় তার বক্তব্যে তিনি জনগণের  উদ্দেশ্যে বলেন,মাধবপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে শিল্পপতি আলহাজ সিদ্দিকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করবে এবং জাতীয় পার্টির সমস্ত শক্তি নিয়ে তার পাশে থাকবে বলে ঘোষনা দেন।জনগনের ভোট প্রয়োগের অধিকার জাতীয় পার্টি ফিরিয়ে দেবে। কোন অপশক্তি বাবুগঞ্জ- মুলাদীতে ভোটের অধিকার কেরে নিতে পারবে না।

 

 

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন,আসন্ন ইউপি নির্বাচনে ভোট কোনো ডাকাতির সুযোগ দেওয়া হবে না’।

জনগণ তার নিজেদের ভোট নিজেরাই দিবে।আগামী নির্বাচনে মাধবপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা আপনাদের ভোট যৌগ্য ব্যাক্তিকে দিয়ে আপনাদের হক আদায় করবেন।

 

 

এসময় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শিল্পপতি আলহাজ সিদ্দিকুর রহমান বলেন,আপনারা আমাকে একবার সুযোগ দিয়ে দেখুন আমি আপনাদের স্বার্থে কাজ করার করবো।তিনি আরও বলেন,বর্তমানে ইউনিয়ন পরিষদের টি.আর.কাবিখা,ভিজিডি চালের কার্ড,বয়স্ক ভাতা,পেতে ৩হাজার থেকে ৫হাজার টাকা লাগে। আপনারা আমাকে নির্বাচিত করলে আপনাদের এইসকল কাজের জন্য কোনো টাকার প্রয়োজন হবে না।

 

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন  বাবুগঞ্জ জাতীয় পার্টির আহবায়ক মকিতুর রহমান কিসলু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক ওমর ফারুখ বাবুল আকন, যুগ্না আহবায়ক সিদ্দিকুর রহমান, সেলিম হোসেন স্বপন, জেলা যুবসংহতীর সাধারন সম্পাদক জিএম সহীদ, উপজেলা যুবসংহতির সভাপতি আতাউর রহমান, উপজেলা যুবসংহতির সাধারণ সম্পাদক মোঃ সোহেল হাওলাদার,

 

 

 

সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল রানা, মাধবপাশা ইউনিয়ন জাপা সভাপতি মোবাশে^র আলী সিকদার, সাধারণ সম্পাদক শাহজাহান বাদশা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির সাধারন সম্পাদক মোঃ রব হাওলাদার কাজল, চাঁদপাশা সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মাষ্টার, ছাত্র সমাজ নেতা রাকিব প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net