বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৯:২০

শিরোনাম :
রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবা‌দে ব‌রিশা‌লে আওয়ামী লীগের বিক্ষোভ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবা‌দে ব‌রিশা‌লে আওয়ামী লীগের বিক্ষোভ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ভাস্কর্য ভাঙচু‌রের প্রতিবা‌দে ব‌রিশা‌লে বি‌ক্ষোভ সমাবেশ ও মি‌ছিল করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীরা।

 

রোববার (৬ ডি‌সেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগ‌রের সদর রোডের আওয়ামী লী‌গ কার্যালয়ের চত্বর থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।এ সময় নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আসা আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপস্থিতিতে নগরীতে বিশাল জনসমাগম হয়।মিছিলটি সদর রোড, লাইন রোড, চকবাজার, ফজলুল হক অ্যাভিনিউ হয়ে ফের দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

 

মিছিলের অগ্রভাগে ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য সাদিক আবদুল্লাহ এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

 

এসময় নেতারা ব‌লেন, মৌলবাদীরা মূর্তির সঙ্গে ভাস্কর্য‌কে গু‌লিয়ে ফে‌লে‌ছে। দু’টি ভিন্ন জি‌নিস। কোনোভা‌বে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনা বরদাস্ত করা হ‌বে না। যে‌কোনো মূ‌ল্যে জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য এদেশেই নির্মাণ করা হবে। তাতে কেউ বাঁধার সৃষ্টি করলে তাৎক্ষণিক প্রতিহত করা হবে।শেখ হাসিনার বাংলায় স্বাধীনতা বিরোধীদের কর্মকাণ্ডের দাঁত ভেঙে ফেলার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।এর আগে একই ইস্যুতে শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net