শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৭

শিরোনাম :
সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ সাংবাদিক মামুন অর রশিদের মায়ের মৃত্যুতে এস এম জাকির’র শোক
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে উত্তাল বরিশালের রাজপথ 

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে উত্তাল বরিশালের রাজপথ 

dynamic-sidebar

শফিক মুন্সি : কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ  প্রদর্শন  করা হয়েছে। শনিবার রাতে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে প্রতিবাদ সভা ও বিােভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

 

এছাড়াও রোববার থেকে ধারাবাহিক বিােভ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। এর আগে শনিবার সকালে ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটি এমন হীন  কর্মকান্ডের প্রতিবাদ করে। নগরীর সদর রোডস্থ সোহেল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা সম্পন্ন করেন আওয়ামী নেতাকর্মীরা। সেখানে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মোঃ ইউনুস, মহানগর শাখার সভাপতি অ্যাড. এ কে এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘ সম্পূর্ণ রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষে ভাস্কর্য ইস্যুতে সরব হয়েছে ধর্ম ব্যবসায়ী একটি অপগোষ্ঠী। দেশের শান্তিপূর্ণ পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টায় বঙ্গবন্ধু, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ সহ দেশবিরোধী অবস্থান নিয়েছে তারা। এই অপগোষ্ঠীকে রুখে দিতে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবো আমরা’।

 

 

সভা শেষে বিশাল বিােভ মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি করেন আওয়ামীলীগ নেতাকর্মীরা। মিছিলে যুক্ত হন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ নগরীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের হাজারো নেতাকর্মী। এর আগে, শনিবার সকালে বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত দলটির পলিট ব্যুরোর সাবেক সদস্য ও শ্রমিক নেতা সফিউদ্দীন আহমেদ, আবুল হোসেন এবং সিরাজুল ইসলাম এর শোক সভার ভার্চুয়াল আলোচনায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ করা হয়।

এসময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন বলেন, ‘গণপ্রতিরোধের মুখে পড়ে রাজনৈতিক ধর্মব্যবসায়ীরা ফতোয়াবাজি দিয়ে তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেছে। পাকিস্তান আমলে যখন মুসলিম লীগের
বিরুদ্ধে সমস্ত দেশবাসী রুখে দাঁড়িয়েছিল, তখন এরাই ফতোয়া দিয়েছিল মুসলিম লীগের বিরুদ্ধে ভোট দেয়ার অর্থ হবে মসজিদ ভাঙার সমান’।

 

দলটির জেলা সভাপতি নজরুল হক নিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় শনিবার সকালে নগরীর ফকিরবাড়ি রোডস্থ জেলা কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

 

উল্লেখ্য, গত শুক্রবার রাতের আঁধারে কুষ্টিয়ার ওই ভাস্কর্যের ডান হাত, পুরো মুখমন্ডল ও বাঁ হাতের অংশবিশেষ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে বিষয়টি দৃষ্টিগোচর হয়।কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে শহরের ব্যস্ততম পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য
নির্মাণের কাজ শুরু হয়েছে গত মাসে। একই বেদীতে বঙ্গবন্ধুর তিন ধরনের তিনটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া এই বেদীতে জাতীয় চার নেতার ভাস্কর্যও থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net