শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৮

শিরোনাম :
রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ

বরিশালে আ’লীগের দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, আহত ৭

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়ে ফেরার পথে আওয়ামী লীগ মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যাওয়া পুলিশের একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
রোববার সন্ধ্যার পর উলানিয়া বাজারের কাছে আওয়ামী লীগ প্রার্থী কাজী আবদুল হালিম বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে রবিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের কাজী আব্দুল হালিম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী প্রয়াত চেয়ারম্যান আলতাফ হোসেন সরদারের স্ত্রী রুমা সরদার, বিএনপি প্রার্থী মোশাররফ হোসেন মশু ও ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনির হোসেন মনোনয়নপত্র জমা দেন।

সন্ধ্যার পর স্বতন্ত্র প্রার্থী রুমা সরদারের কর্মী-সমর্থকরা উলানিয়া বাজারের কাছে আওয়ামী লীগ প্রার্থী কাজী আবদুল হালিমের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাদের উপর হামলা চালায় আওয়ামী লীগ প্রার্থীর লোকজন।

এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে নাছির উদ্দিন চুন্নু (৩০), মো. তাহের (২৬), মো. বাকের (২৪), মো. জাহের (৩২) ও জহিরুল ইসলামসহ (৩৫) উভয় পক্ষের ৭ জন আহত হয়।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় দুর্বৃত্তরা পুলিশের একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়।

বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক জানান, উলানিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। এসময় কে বা কারা পুলিশের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ ঘটনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net