শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:১৬

বরিশালের বাঁজারে শীতের আগাম সবজি, তবু দাম কমছে না

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ সরকারি অভিযানের কারণে মাঝে দাম কিছুটা কমলেও আলুর দাম ফের ঊর্ধ্বমুখী। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫০ টাকার বেশিতে। এছাড়া অন্য সব সবজির দাম আগের মতোই চড়া।

 

শুক্রবার (৬ নভেম্বর) বরিশালের বাজার রোড, নতুন বাজার, পোর্টরোডসহ বেশকিছু এলাকায় দেখা গেছে, আলুর দাম আবারো ৫০ টাকা পেরিয়েছে।কাঁচা মরিচ, পেঁয়াজ, মিস্টিকুমড়াসহ অন্যান্য প্রায় সব সবজি আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে। মাছের দামে রয়েছে মিশ্র অবস্থা। আগের মতোই আছে মাংসের দাম।ক্রেতারা বলছেন, আকাশছোঁয়া দ্রব্যমূল্যের কারণে তাদের নাভিশ্বাস উঠছে। আর বিক্রেতারা বলছেন, বেচাকেনার পরিমাণ এখন কিছুটা বেড়েছে। তবে ক্রেতা-বিক্রেতা উভয়ই বলছেন, বাজারে শীতের সবজির সরবরাহ আগের তুলনায় বাড়লেও কমেনি দাম।

 

 

খুচরা বাজারে কাঁচামরিচ ১৮০ থেকে ২০০ টাকা কেজি, পেঁয়াজ জাতভেদে ৭০ থেকে ১০০ টাকা কেজি, মিস্টি কুমড়া ৪০ টাকা কেজি, শিম ১২০/১৪০ টাকা কেজি, পটল ৬০/৮০ টাকা কেজি, লাউ ৪৫/৬০ টাকা পিস বিক্রি হচ্ছে।এছাড়া করলা ও চিচিঙ্গা ৭০/৮০ টাকা কেজি, বেগুন জাতভেদে ৬০/৮০ টাকা কেজি, কচু ৫০/৬০ টাকা কেজি, বাঁধাকপি ৩০ টাকা পিস (প্রতিটি ৫০০ গ্রাম), ফুলকপি ৩০/৪০ পিস (৫০০-৬০০ গ্রাম) হিসেবে বিক্রি হচ্ছে।মাছ ও মাংসের বাজারে গিয়ে দেখা গেছে, ইলিশ বিক্রি আবার শুরু হয়েছে।

 

তবে দাম আগের চাইতে কিছুটা বেশি। অন্যান্য মাছের দাম আগের মতোই আছে। এছাড়া মুরগি ও গরুর মাংসের দাম আগের মতোই আছে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net