শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ২:১১

শিরোনাম :
সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ সাংবাদিক মামুন অর রশিদের মায়ের মৃত্যুতে এস এম জাকির’র শোক
বরিশালের নবনির্মিত শেখ হা‌সিনা সেনানিবাসে পতাকা উত্তোলন

বরিশালের নবনির্মিত শেখ হা‌সিনা সেনানিবাসে পতাকা উত্তোলন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে শেখ হা‌সিনা সেনানিবাসের নব প্রতি‌ষ্ঠিত ৩টি বিগ্রেড এবং ৫টি ইউনিটে পতাকা উত্তোলন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৩৫ মিনিটে সেনা প্রধান জেনারেল আজিজ আহ‌মেদ প্রধানমন্ত্রীর প‌ক্ষে পতাকা উত্তোলন ক‌রেন। এরপর ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেন।

 

 

নতুন ব্রি‌গেডগু‌লো হ‌লো— সদরদপ্তর ৭ স্বতন্ত্র এডিএ ব্রি‌গেড, প্যারা কমা‌ন্ডো ব্রি‌গেড, সদরদপ্তর ২৮ পদা‌তিক ব্রি‌গেড। ইউনি‌টগুলো হ‌লো— ৪৯ ফিল্ড রে‌জি‌মেন্ট আর্টিলারি, ১২ সিগন্যাল ব্যাটা‌লিয়ান, ৬৬ ইস্ট বেঙ্গল, ৪৩ বীর এবং ৪০ এস্টি ব্যাটা‌লিয়ান। উক্ত অনুষ্ঠানে শেখ হা‌সিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মো. জিয়াউর রহমানসহ সেনাবা‌হিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

 

 

২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি সপ্তম পদা‌তিক ডি‌ভিশনের পতাকা উত্তোলন করে এ সেনা‌নিবা‌স উদ্বোধন ক‌রেন প্রধানমন্ত্রী। ২০১৭ সালে ১৪ নভেম্বর একনেকে এ সেনানিবাসের প্রকল্প অনুমোদন। এর নির্মাণ ব্যয় ১ হাজার ৬৯৯ কো‌টি টাকা। এর আয়তন ১ হাজার ৫৩২ একর।

 

 

ব‌রিশাল ও পটুয়াখালীর সীমান্তবর্তী পায়রা নদীর তীরে এ সেনা‌নিবাস প্রতি‌ষ্ঠিত হয়। ফোর্সেস গোল ২০৩০ এর অংশ হিসেবে দ‌ক্ষিণাঞ্চ‌লে নিরাপত্তা নি‌শ্চিত করতে ও সেনাবা‌হিনীর সক্ষমতা বাড়াতে এ সেনা‌নিবাস প্রতি‌ষ্ঠা করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net