শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৯

শিরোনাম :
সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ সাংবাদিক মামুন অর রশিদের মায়ের মৃত্যুতে এস এম জাকির’র শোক
বেতাগীতে পানির নিচে তলিয়ে রয়েছে পূজামন্ডপ নেই কোন পূজার আমেজ

বেতাগীতে পানির নিচে তলিয়ে রয়েছে পূজামন্ডপ নেই কোন পূজার আমেজ

dynamic-sidebar

স্বপন কুমার ঢালী, বেতাগী ॥ উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে গত বুধবার গভীর রাত থেকে বৃষ্টি হচ্ছে। মেঘাছন্ন আকাশে কখনো মূষলধারে একটানা আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি। সেই সাথে দমকা বাতাস বইছে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

এ দূর্যোগপূর্ন আবহাওয়ার কারণে বেতাগীর ৪টি পূজামন্ডপ পানির নিচে তলিয়ে রয়েছে। নেই কোন পূজার আমেজ।

বুধবার গভীর রাত থেকে বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে কিছুটা কমে যায়। আবার কিছুক্ষন পরে প্রবলবেগে। সেই সাথে দমকা বাতাস প্রবাহিত হচ্ছে।

পূজামন্ডপগুলো বৃষ্টির পানি জমে ভোগান্তিতে পড়েছে আয়োজকরা। দূর্যোগপূর্ন আবহাওয়ার কারণে অতি প্রয়োজনছাড়া কেহ ঘর থেকে বের হচ্ছে না। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রার মান।

এ উপজেলায় এবছর ৩৫টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ও ৪টি পূজা মন্ডপে পানির নিচে তলিয়ে রয়েছে। এগুলো হলো উপজেলার হোসনাবাদ ইউনিয়নের চল্লিশঘর সার্বজনীন দূর্গামন্দির, বাসন্ড সার্বজীন দূর্গামন্দির, ছোপখালী দূর্গামন্দির ও ঝোপখালী সার্বজনীন দূর্গামন্দির ।

এসব পূজা মন্ডপের আয়োজকরা বিপাকে রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে এ দূর্যোগপূর্ন আবহাওয়ার কারণে পূজার কোন আমেজ নেই। গত বৃহস্পতিবার ষষ্ঠি পূজার মধ্যে দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

করোনার মহামারির কারণে এবছরের পূজা মন্ডপগুলোতে আলোকসজ্জা, আতঁশবাজি, ঢাকের বাজনা, মাইক ও সাউন্ডবক্স , গেট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আলাদা কোন প্যান্ডেলের আয়োজন করেনি।

স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হচ্ছে নিয়মরক্ষার পূজা। গতকাল শুক্রবার ও আজ শনিবার সকালে কয়েকটি পূজা মন্ডপ ঘুরে দেখা গেছে, দূর্যোগপূর্ন আবহাওয়ায় গতকাল দুপুর থেকে ৪টি পূজা মন্ডপ পানির নিচে তলিয়ে রয়েছে।

এছাড়া এবছর মহামারি করোনা আতঙ্কে মন্ডপগুলোতে আইনশৃঙ্খলায় নিয়োজিত নিরাপত্তা বাহিনী, আয়োজকদের মধ্যে দু, একজন এবং পুরোহিতছাড়া অন্য কাউকে দেখা যায়নি। কোন ভক্তবৃন্দ আসতে দেখা যায়নি। উৎসবের কোন আমেজ নেই , মনেই হচ্ছে না যে সনাতনীদের (হিন্দু সম্প্রদায়ের) সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

বেতাগী পৌর শহরের জেলেপাড়া দূর্গাপূজা মন্দিরের সভাপতি অমল চন্দ্র দাস বলেন,‘ করোনার কারণে নিয়মরক্ষার পূজা করছি, এ দূযোর্গপূর্ন আবহাওয়ার কারণে এবছরের পূজা নিয়ে হতাশায় রয়েছি।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র কর্মকার বলেন,‘ মহামারি করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে নিয়মরক্ষার পূজা করছি।

উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সূত্রে জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরভায় ৩৫টি ম-পে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি নির্বাহী অফিসার মো, সুহৃদ সালেহীন বলেন,‘ শান্তিপূর্ণ পূজা অনুষ্ঠানে সব ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু জানান,‘ সূষ্ঠুভাবে পূজা উদযাপনে সকল ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net