বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫০

নৌযান শ্রমিকদের মাসে ২হাজার করে টাকা দেবে বসুন্ধরা গ্রুপসহ কয়েকটি প্রতিষ্ঠান

নৌযান শ্রমিকদের মাসে ২হাজার করে টাকা দেবে বসুন্ধরা গ্রুপসহ কয়েকটি প্রতিষ্ঠান

dynamic-sidebar

অনলাইন ডেস্কঃ পণ্য পরিবহনে নিয়োজিত নৌযান শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপসহ দেশের আরো বড় বড় কয়েকটি শিল্প প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের নিজ নিজ নৌযানে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের জন্য প্রতিমাসে জনপ্রতি দুই হাজার টাকা করে খোরাকি ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

বসুন্ধরা গ্রুপ ছাড়াও একই হারে ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- আবুল খায়ের গ্রুপ, সিটি গ্রুপ ও মেঘনা গ্রুপ। আরো একাধিক গ্রুপও এ ভাতা দিতে সম্মত হতে পারে বলে মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেল পর্যন্ত জানা গেছে।
এদিকে নৌপথে চাঁদাবাজি-ডাকাতি বন্ধ করা, ২০১৬ সালে ঘোষিত গেজেট অনুযায়ী নৌযান শ্রমিকদের বেতন দেওয়া নিশ্চিত করা, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস ও মালিক কর্তৃক খাদ্যভাতা দেওয়া, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ এবং নৌ শ্রমিককে মালিক কর্তৃক নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক দেওয়াসহ ১১ দফা দাবি আদায়ে ধর্মঘট ডেকেছে নৌযান শ্রমিক ফেডারেশন।

গত সোমবার মধ্যরাত থেকে দেশব্যাপী পণ্যবাহী এ ধর্মঘট শুরু হয়। সারাদেশে দুই লাখের বেশি শ্রমিক কাজ বন্ধ রেখেছে বলে দাবি করেছেন শ্রমিকরা। ফলে দেশের বিভিন্ন নৌপথে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। বন্দরগুলোতেও এর প্রভাব পড়েছে বেশি। লাইটার জাহাজ বন্ধ থাকায় পণ্য ওঠানামাও প্রায় অচল হয়ে পড়ে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চট্টগ্রামে। ঢাকার সঙ্গেও অন্য এলাকার পণ্য পরিবহনে দেখা দেয় অচলাবস্থা।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net