বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০০

বরিশালে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ উন্নত স্যানিটেশন নিশ্চিত করি করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি এই স্লোগান নিয়ে আজ ১৫ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪ টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জাতীয় স্যানিটেশন মাস (অক্টোবর) ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশাল বিভাগ মোঃ মঈনুল হাসান, উপ-পরিচালক স্থানীয় সরকার মোঃ শহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল লতিফ মজুমদার,

জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, বরিশাল বিভাগীয় সমন্বয়ক ইউনিসেফ এ এইচ তৌফিক আহাম্মেদসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অতিথিরা জাতীয় স্যানিটেশন মাস (অক্টোবর) ও বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। পরে সরকারি শিশু পরিবারে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য সাবান বিতরণ করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net