বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৯:১২

শিরোনাম :
রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ
পটুয়াখালীতে শিক্ষার্থীর উপর ইউপি চেয়ারম্যানের হামলা থানায় ডায়েরী

পটুয়াখালীতে শিক্ষার্থীর উপর ইউপি চেয়ারম্যানের হামলা থানায় ডায়েরী

dynamic-sidebar

পটুয়াখালী প্রতিনিধি ॥ ধর্ষণের খবরের যখন খবরের পাতা ভরপুর ঠিক তখনই শিক্ষার্থীর উপর হামলা। পটুয়াখালী সদর উপজেলাধীন কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির রহমান মৃধা।

কমলাপুর ইউনিয়নের মধ্য ধরান্দী গ্রামের বাসিন্দা শাহিন উদ্দিন (২০) এর উপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার বিকেল ৪ টা ১৫ মিনিটের সময় স্থানীয় কমলাপুর – জৈনকাঠি গ্রামের যোগাযোগীয় খেয়া কৌরাখালি খেয়া ঘাটে চেয়ারম্যান নিজেই শাহিন উপর হামলা চালিয়েছেন।

মাথায় আঘাত করার কারনে শাহিন তার জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়দের সহযোগিতায় শাহীনকে পরে পটুয়াখালীতে আনা হায়।

হামলার বিস্তারিত জানতে চাইলে শাহিন জানান, চেয়ারম্যান খেয়ায় একা পার হবে বলে অন্য লোক নিতে পারবে না, তখন শাহিন প্রতিবাদ করলে তার উপর চেয়ারম্যান চড়াও হয়ে হামলা করেন, এ বিষয়ে চেয়ারম্যান এর কাছে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে কমলাপুর ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন মৃধা জানান,

‘আমার সাথে মৎস্য অফিসের লোকজন থাকায় নৌকা ডুবির আশঙ্কায় তাকে নৌকায় উঠতে বারণ করা হয়েছে আর কিছুনা।’ সদর থানার অফিসার ইনচার্জ আকতার মোর্শেদ জানান, সাধারণ ডায়রি করা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

উল্লেখ্য, চেয়ারম্যান মনির মৃধা এর আগে চাল চুরির অভিযোগে বরখাস্ত হয়েছিলেন এবং জেল হাযতে যান, জেল থেকে ছাড়া পেয়ে তিনি এরকম ত্রাশ তা-ব চালায় ঘটনার পরিপ্রেক্ষিতে পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। ডায়েরী নং-৩৩০/২০।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net