শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৫

শিরোনাম :
সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ সাংবাদিক মামুন অর রশিদের মায়ের মৃত্যুতে এস এম জাকির’র শোক
বরিশালে শিশুর মনোসামাজিক সুরক্ষা শীর্ষক প্রশিক্ষণ কোর্স-২০২০ এর উদ্বোধন

বরিশালে শিশুর মনোসামাজিক সুরক্ষা শীর্ষক প্রশিক্ষণ কোর্স-২০২০ এর উদ্বোধন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ সমাজসেবা অধিদফতরাধীন বিভিন্ন পদের কর্মরত কর্মচারীদের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনোসামাজিক সুরক্ষা শীর্ষক প্রশিক্ষণ কোর্স-২০২০ এর উদ্বোধন করা হয়েছে।

আজ ৪ অক্টোবর রবিবার সকাল ১০ টায় বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমাজসেবা অধিদফতরের আয়োজনে বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমাজসেবা এর হল রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সমাজসেবা অধিদফতরাধীন বরিশাল বিভাগের বিভিন্ন কার্যালয়ে শিক্ষক, সহকারী শিক্ষক, হাউজপ্যারেন্ট কাম টিচার, খালাম্মা, বড় আপা, বড় ভাইয়া, কম্পিউটার, মেট্রন-কাম-নার্স, ফার্মাসিষ্ট, কারিগরি প্রশিক্ষক ও সমমান পদে কর্মরত কর্মচারীদের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনোসামাজিক সুরক্ষা শীর্ষক প্রশিক্ষণ কোর্স-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৫ দিনব্যপী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস, এম, অজিয়র রহমান জেলা প্রশাসক বরিশাল, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল সমাজসেবা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র অধ্যক্ষ মেমী আক্তার , বরিশাল সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ বিভিন্ন স্থান থেকে আগত প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা সভা শেষ প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে জেলা সমাজসেবা অধিদফতর এর মুক্তিযুদ্ধ কর্নার পরিদর্শন করেন পারে সমাজসেবার বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে অফিস ফাইল ফোল্ডার হস্তান্তর করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। প্রশিক্ষণ ৪ অক্টোবর থেকে শুরু হয়ে ৮ অক্টোবর পর্যন্ত চলবে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net