বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৫

শিরোনাম :
রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ
বানারীপাড়ায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী ঘোষণা

বানারীপাড়ায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী ঘোষণা

dynamic-sidebar

মো. সুজন মোল্লা,বানারীপাড়া ॥ এখনও দিনক্ষণ চুড়ান্ত না হলেও পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির বরিশালের বানারীপাড়া পৌর শাখার সাধারণ সম্পাদক আব্দুস ছালাম নিজেকে মেয়র প্রার্থী ঘোষণা দিয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১১টায় বানারীপাড়া প্রেসক্লাব কার্যালয়ে জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি এ প্রার্থীতা ঘোষণা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও পৌর কাউন্সিলর আহসান কবির নান্না হাওলাদার,সহ-সভাপতি আ.জব্বার সরদার,সহ-সভাপতি ও পৌর শ্রমিকদলের সভাপতি ব্যবসায়ী নেতা ইদ্রিস মল্লিক, পৌর বিএনপির কোষাধ্যক্ষ সেলিম মিয়া,

উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সাইদুল ইসলাম,উপজেলা শ্রমিকদলের সভাপতি ফকরুল সিদ্দিকী স¤্রাট তালুকদার,সাধারণ সম্পাদক মাসুম সরদার,উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক লিটন মৃধা,পৌর যুবদলের আহবায়ক মিজান ফকির,

যুবদল নেতা মনিরুজ্জামান লালসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আব্দুস ছালাম বলেন ১৯৮২ সালে স্কুল জীবনে ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে তার রাজনীতিতে হাতে খড়ি।

কিশোর মনে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্থান দেওয়ার পর থেকে আজও তিনি ও তার আদর্শ হৃদয়ে জ্বল জ্বল করে দেদীপ্যমান হয়ে আছে। মহান নেতার সেই আদর্শকে হৃদয়ে ধারণ ও লালন করে সুখী সমৃদ্ধশালী স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে তৃনমূলে কাজ করে যাচ্ছেন জানিয়ে তিনি বলেন বিএনপির কেন্দ্রীয় নেতা দানবীরখ্যাত এস. সরফুদ্দিন আহমেদ সান্টু ও জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে তাদের নির্দেশনায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে তার এ প্রার্থীতা ঘোষণা।

১৯৮৭ সালে বানারীপাড়া ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে আব্দুস সালামের সক্রিয় রাজনীতিতে অভিষেক ঘটে।

এরপর ১৯৮৭-১৯৯১ মেয়াদে উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদকের দায়িত্ব পালণ করেন তিনি। ১৯৯৮-২০০৮ মেয়াদে পৌর যুবদলের সভাপতি ও আহবায়কের দায়িত্ব পালণ করার পাশাপাশি তিনি পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

পরে তিনি ২০১৭ সালে সম্মেলনের মাধ্যমে পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদ অলঙ্করণ করেন। সরকার বিরোধী সকল আন্দোলন সংগ্রামে সন্মূখভাগের এ নেতা ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে ভূমিকা রাখতে গিয়ে দু’বার গ্রেফতার হয়ে কারাবাস করেন।

নির্বাচনী মামলায় ২০১৯ সালে তিনি তৃতীয় বারের মতো দীর্ঘদিন কারাবাস করেন। ২০০৬-২০০৮ সালে জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, ২০০৮-১১ ও ২০১৪-১৬ সালে ঐতিহ্যবাহী বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের (পাইলট) পরিচালনা পর্ষদ এবং ২০১১-১৪ ও ২০১৭-২০২০ সালে বানারীপাড়া ডিগ্রী কলেজের গভর্নিং বডির নির্বাচিত অভিভাবক সদস্য হিসেবে তিনি শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা ও শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেন।

এছাড়া বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী সমিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে তিনি ব্যবসায়ী ও ক্রেতাদের স্বার্থ সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করেন। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনকে তিনি এক সময় সমৃদ্ধ করে ব্যাপক পরিচিতি অর্জন করেন।

দুঃসমেয়র ত্যাগী,পরীক্ষিত ও জিয়া অন্তপ্রাণ এ নেতাকে পৌর নির্বাচনে মেয়র পদে তার রাজনৈতিক অভিভাবক কেন্দ্রীয় বিএনপি নেতা এস.সরফুদ্দিন আহমেদ সান্টু ও দল মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনে ধানের শীষের টিকিট পেয়ে নির্বাচিত হতে পারলে তিনি বানারীপাড়া পৌরসভাকে সন্ত্রাস-দুর্নীতি,মাদক ও বাল্য বিয়েমুক্ত উন্নত-সমৃদ্ধ এক আলোকিত পৌরসভায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ হাতে হাত রেখে মেয়র পদে আব্দুস সালামকে পূর্ণ সমর্থণ দিয়ে তাকে বিজয়ী করে গণতন্ত্র পুনরুদ্ধারে একত্রে কাজ করার অঙ্গীকার করেন।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net