শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৪

শিরোনাম :
সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ সাংবাদিক মামুন অর রশিদের মায়ের মৃত্যুতে এস এম জাকির’র শোক

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় কোনো মৃত্যু নেই

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৫ ও নারী ৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৭৩৩ জনে। ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের মধ্যে টানা দ্বিতীয় দিনের মতো বরিশাল বিভাগে করোনায় কোনো রোগী মারা যায়নি।

মারা যাওয়া ৩১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে দুইজন, খুলনা বিভাগে একজন, সিলেট বিভাগে দুইজন, রংপুর বিভাগে দুইজন এবং ময়মনসিংহ বিভাগের একজন।

১৩ সেপ্টেম্বর বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা আক্তার স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সর্বমোট করোনায় মৃত ৪ হাজার ৭৩৩ জনের মধ্যে বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে সর্বোচ্চ সংখ্যক দুই হাজার ২৯৩ জন (৪৮ দশমিক ৪৫ শতাংশ), চট্টগ্রাম বিভাগে এক হাজার একজন (২১ দশমিক ১৫ শতাংশ), রাজশাহী বিভাগে ৩১৯ জন (৬ দশমিক ৭৪ শতাংশ), খুলনা বিভাগে ৪০১ জন (৮ দশমিক ৪৭ শতাংশ), বরিশাল বিভাগে ১৮০ জন (৩ দশমিক ৮০ শতাংশ) সিলেট বিভাগে ২১২ জন (৪দশমিক ৪৮ শতাংশ), রংপুর বিভাগে ২২৫ জন (৪ দশমিক ৭৫ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ১০২ জন (২ দশমিক ১৬ শতাংশ) রয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net