শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৬

শিরোনাম :
সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ সাংবাদিক মামুন অর রশিদের মায়ের মৃত্যুতে এস এম জাকির’র শোক
মৎস্য সম্পদকে সমৃদ্ধ করার কাজ চলছে : প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্য সম্পদকে সমৃদ্ধ করার কাজ চলছে : প্রাণিসম্পদমন্ত্রী

dynamic-sidebar

আফনান সাঈদ আলিফ,বাবুগঞ্জ প্রতিনিধি।। মৎস্য সপ্তাহের সমাপনী দিন উপলক্ষে বক্তব্যকালে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মাছ চাষ করে বর্তমানে অনেকেই স্বাবলম্বী হয়ে উঠেছেন। শিক্ষিত বেকার যুবকরাও এখন মাছ চাষে ঝুঁকছেন। এজন্য মৎস্য সম্পদকে আরও সমৃদ্ধ করার কাজ চলছে। ইতোমধ্যেই উৎপাদিত মাছে দেশের চাহিদা পূরণ হয়েছে। এখন বিদেশে রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের চেষ্টা করতে হবে।

 

মন্ত্রী বলেন, উৎপাদন আরও বৃদ্ধির লক্ষ্যে নিষেধাজ্ঞাকালীন মাছ নিধন বন্ধ করতে হবে। অব্যাহত নিধনের কারণে দেশীয় প্রজাতির মাছ প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। মৎস্য বিভাগ কৃত্রিম এবং বৈজ্ঞানিক উপায়ে ৬৫ প্রজাতির দেশীয় মাছ দুর্লভ অবস্থা থেকে সহজলভ্য করেছে। মাছ মানুষের আমিষের চাহিদা মেটায় উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে।

 

সোমবার (২৭ জুলাই) বিকালে মৎস্য সপ্তাহের সমাপনী দিন উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘি চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদমন্ত্রী এ কথা বলেন।

 

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার, মৎস্য বিভাগের উপপরিচালক মো. আজিজুল হক ও ইলিশ গবেষক ড. আনিছুর রহমান।

 

সভায় আরও উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ এবং ইলিশ বিশেষজ্ঞ ড. বিমল চন্দ্র দাস প্রমুখ।

 

এর আগে ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘিতে বিভিন্ন প্রজাতির এক হাজার কেজি মাছের পোনা অবমুক্ত করেন প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

 

 

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net