শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২০

শিরোনাম :
সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ সাংবাদিক মামুন অর রশিদের মায়ের মৃত্যুতে এস এম জাকির’র শোক
সংবাদ প্রকাশের পর বরিশালের বেদে পল্লীতে খাদ্য সামগ্রী বিতরণ

সংবাদ প্রকাশের পর বরিশালের বেদে পল্লীতে খাদ্য সামগ্রী বিতরণ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ‘স্যার ঘরে খাবার নাই। বাচ্চা-কাচ্চাদের নিয়ে অনেক কষ্টে আছি। সকালবেলা ওদের বিস্কুট খেতে দিয়েছি। যদি পারেন আমাদেরকে সাহায্য করেন’জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকার ফটো রিপোর্টার সাইয়ান প্রতিদিনের মতো ছবি সংগ্রহ করতে বরিশাল নগরীর সেনা পল্লী এলাকার দিকে যাচ্ছিল্বন হটাৎ তার চোখ পড়লো সেনা পল্লীর পাশেই কিছু বেদে সম্প্রদায়ের ছিন্নমূল মানুষের বসবাস।

 

 

তখন তিনি তার মটর বাইক থামিয়ে বেদে সম্প্রদায়ের সাথে তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে এ কথা বলেন এক বেদেনী।বেদে সম্প্রদায়, নৌকাতে এবং বিভিন্ন মহাসড়কের পাশে ফাঁকা জায়গায় ছোট্ট একটি ঘরে যাদের জীবনযাপন, আর জীবিকা উপার্জন। এই বঙ্গদেশে বেদে সম্প্রদায়ের লোকেরা ঘুরে ঘুরে তাবিজ কবজ বিক্রি করে বেড়াতো। ওরা বাতের ব্যথা নিরাময় করার জন্য মানুষের হাত পা কেটে, সিঙ্গা লাগিয়ে রক্ত চুষে আনতো। মানুষ ওদের ওই পদ্ধতিতে বিশ্বাসী ছিল। কিছুকিছু মানুষ এখনো আছে, বেদেদের চিকিৎসায় বিশ্বাসী।

 

 

কিন্তু বেদেদের চিকিৎসায় বিশ্বাসী আগের মতন এত লোক আর নেই।অন্যদিকে করোনার প্রাদুর্ভাবে বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করতে না পারায় দুই সন্তান নিয়ে বিপাকে পড়েছেন তিনি।বেদেনী নারীর কথা শুনে প্রথম আলো পত্রিকার ফটো রিপোর্টার গত ২৭শে জুন প্রথম আলো পত্রিকায় “বিষণ্নতায় ঘরবন্দী শিশু, ভেঙে পড়ছে পুষ্টিশৃঙ্খল” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে সংবাদটি নজরে আসে বিল্ডিং টেকনোলজি এন্ড আইডিয়াস লিঃ (বিটিআই) এর ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ শরিফুর রহমানের।

 

 

পরবর্তীতে তিনি খোজ খবর নিয়ে তার ব্যাক্তিগত উদ্যোগে নগদ ২০হাজার টাকা এবং শিশু খাদ্যসহ প্রায় ১মাসের দৈনন্দিন খাদ্যসামগ্রী বিতরণ করার ব্যাবস্থা করেন। আজ বৃহস্পতিবার (২৩জুলাই)মোঃ শরিফুর রহমানের দেয়া অর্থ ও খাদ্য সামগ্রী নিয়ে বরিশালে তার পরিচিত ব্যাক্তি মোঃ সাইদুর রহমানের মাধ্যমে বিতরণ করেন।

 

 

 

উল্লেখ্য,খাদ্য  সামগ্রীর মধ্যে রয়েছে,আলু-২কেজি,  চাল-২৫কেজি,তৈল-২লিটার,চিনি-১কেজি,সেমাই-২প্যাকেট,দুধ-২৫০গ্রাম,হুইল সাবান-১টি,সুগন্ধি সাবান-১টি,কাপর ধোয়া গুড়া-হাফ কেজি, করে প্রত্যেকের মধ্যে বিতরণ করা হয়।

 

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net