বুধবার, ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৩

সাহান আরা বেগম’র স্মরণে শব্দাবলীর স্মারকগ্রন্থ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ।। বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা মন্ডলীর সদস্য, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী এবং শব্দাবলী গ্রুপ থিয়েটার এর উপদেষ্টা মন্ডলির চেয়ারম্যান মরহুমা সাহান আরা বেগম এর স্মরণে স্মারকগ্রন্থ প্রকাশ করেছে বরিশাল শব্দাবলী গ্রুপ থিয়েটার।

নাট্যজন ও শব্দাবলী গ্রুপ থিয়েটার এর সভাপতি সৈয়দ দুলালের সম্পাদনায় এই স্মারকগ্রন্থটি প্রকাশিত হয়। স্মারকগ্রন্থটির সহযোগী সম্পাদনার দায়িত্বে ছিলেন স্বপন খন্দকার ও আল মামুন। স্মারকগ্রন্থটির প্রচ্ছদ ও অলংকরণ এর দায়িত্ব পালন করেছেন অনিমেষ সাহা লিটু,বর্ণ বিন্যাস করেছেন মো: শহীদুল হক, কারিগরি সহায়তা করেছেন তারিকুল হাসান। এছাড়া স্মারকগ্রন্থটি মুদ্রণ করেছে শ্রাবণ প্রকাশনী।

প্রসঙ্গত, সাহান আরা বেগম পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, (মন্ত্রী) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এর মাতা ।

আমাদের ফেসবুক পাতা


© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net

shares