শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩০

ছোট্ট ঝুপড়ি ঘরে বৃদ্ধ দম্পতির জীবনযাপন,প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা …

ছোট্ট ঝুপড়ি ঘরে বৃদ্ধ দম্পতির জীবনযাপন,প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা …

dynamic-sidebar

আকতারুল ইসলাম আকাশ,ভোলা॥ ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কন্দকপুর গ্রামে স্থানীয় চৌকিদারের পরিত্যক্ত জমিতে ছোট্ট একটি ঝুপড়ি ঘর তুলে কোনোমতে মানবেতর জীবনযাপন করছেন অসহায় হতদরিদ্র বৃদ্ধ দম্পতি জহুরা খাতুন ও মন্নান মাঝি।

বৃদ্ধ এই দম্পতিদের দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় তেমন একটা খোঁজখবর রাখছেন না কেউই। তবে দুই পুত্র সন্তান থাকলেও তারাও এখন বিয়ে করে রয়েছেন অন্যত্র।

বৃদ্ধ দম্পতিরা জানান, তাদের দুজনের একজনেরও বয়স্ক ভাতা নেই। একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিরা বয়স্ক ভাতার নাম নিলেও কি কারনে ভাতা থেকে বঞ্চিত রয়েছেন তা জানা নেই তাদের। দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে কেউ ই তেমন একটা খোঁজখবর না নিলেও স্থানীয়দের সামান্য কিছু সহযোগিতায় মানবেতর জীবনযাপন করছেন তারা।

অশ্রুশিক্ত চোখে বৃদ্ধ দম্পতিরা জানান, সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর পেলেই কিছুটা হলেও ভালো থাকবেন তারা। তাই স্থানীয় প্রশাসকসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট একটি সরকারি ঘরের জন্য আকুল আবেদন জানান বৃদ্ধ এই দুই দম্পতি।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net