বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৮:২৩

মঠবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু

মঠবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু

dynamic-sidebar

মঠবাড়িয়া প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জ্বর, শ্বাসকষ্ট নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর ছয়টার দিকে উপজেলার টিকিকাটা ইউনিয়নের এক ব্যক্তি (৫৫) ও বেলা দুইটার দিকে উপজেলার তুষখালী ইউনিয়নের এক ব্যক্তি (৪০) মারা যান। মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যদের বাড়িতে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, গতকাল রোববার উপজেলার টিকিকাটা ইউনিয়নের ওই ব্যক্তি জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে নমুনা দিয়ে যান। ওইদিন দিবাগত রাত তিনটার দিকে তিনি বাড়িতে অসুস্থ হয়ে পড়লে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে নেওয়ার পরামর্শ দেন। পরে বরিশাল নেওয়ার পথে আজ সোমবার ভোর ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়।

এদিকে আজ দুপুরে উপজেলার তুষখালী ইউনিয়নের এক ব্যক্তি কাশি ও শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিতে যান। নমুনা সংগ্রহ করার পর দুপুর সাড়ে ১২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে নেওয়ার পরামর্শ দেন। পরে বরিশাল নেওয়ার পথে বেলা দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফেরদৌস ইসলাম বলেন, মৃত ব্যক্তিরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

স্বাস্থ্যবিধি মেনে তাঁদের লাশ দাফন করা হয়েছে। তাঁদের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়ার পর তাঁরা করোনায় সংক্রমিত ছিলেন কি না, তা জানা যাবে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net