শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৩

শিরোনাম :
রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ
আমতলীতে ইউএনও মনিরা পারভীনের খাদ্য সামগ্রী বিতরণ

আমতলীতে ইউএনও মনিরা পারভীনের খাদ্য সামগ্রী বিতরণ

dynamic-sidebar

আমতলী প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের আপদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকা হতদরিদ্র কর্মহীন শ্রমজীবি পাঁচ’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে।

সামাজিক সুরক্ষা বজায় রেখে শনিবার আমতলী’র ইউএনও মনিরা পারভীন উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের তিন’শ ও আমতলী পৌরসভার দুই’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দেন।

জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পরেছে উপজেলার কয়েক হাজার হতদরিদ্র শ্রমজীবি মানুষ। এ শ্রমজীবি পরিবারকে করোনা ভাইরাসের আপদকালিন সময়ে খাদ্য সহায়তা বরাদ্দ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ শ্রমজীবি পরিবারগুলোর মধ্যে হতদরিদ্র খুঁজে খুঁজে আঠারোগাছিয়া ইউনিয়নে তিন’শ ও আমতলী পৌরসভার দুই’শ পরিবারকে শনিবার আমতলীর ইউএনও মনিরা পারভীন খাদ্য সহায়তা পৌছে দেন। হতদরিদ্র প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল দেয়া হয়।

বৃদ্ধা আনোয়ারা বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, মুই গুড়াগাড়া নাতি-পুতি লইয়্যা খুবই কষ্টে আললাম। মোর ঘরে ত্যামন খাবার আল্লে না। ইউএনও মোরে খাওন দিয়া গ্যাছে। আল্লায় হ্যারে বাচাইয়্যা রাহুক।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে বাংলাদেশের মানুষকে রক্ষায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ সিধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীর এ সিধান্ত বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। যতদিন মানুষ ঘরে কর্মহীন থাকবে ততদিন তাদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দেব। উপজেলার কর্মহীন একজন মানুষকে না খেয়ে থাকতে দেব না। তিনি আরো বলেন, সাধারণ ছুটির পর থেকে হতদিরদ্র কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এ ধারাবাহিকতা অব্যহত থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net