বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১০:১৫

শিরোনাম :
সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ সাংবাদিক মামুন অর রশিদের মায়ের মৃত্যুতে এস এম জাকির’র শোক
করোনা সংক্রমণ রোধে রেড জোনে ভোলার ৪৫টি ওয়ার্ড, ইয়েলো ১১টি

করোনা সংক্রমণ রোধে রেড জোনে ভোলার ৪৫টি ওয়ার্ড, ইয়েলো ১১টি

dynamic-sidebar

ভোলা প্রতিনিধিঃ ভোলায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৫টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন পরিষদের ৪৫টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ১১টি ইউনিয়নের ১১টি ওয়ার্ডকে রাখা হয়েছে ইয়েলো জোনে। বাকিগুলো পড়েছে গ্রিন জোনে।

গত সোমবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দু–এক দিনের মধ্যে বিভক্ত এলাকাগুলোর পরিস্থিতি অনুযায়ী কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

ভোলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাগেছে, গত ২৩ এপ্রিল ভোলা জেলায় প্রথমে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত। ওই মাসে মোট পাঁচজনের করোনা শনাক্ত হয়। মে মাসে সংক্রমিত হন ৫৮ জন। এরপর চলতি জুন মাসের ১৮ দিনেই শনাক্ত হয় ১১৩ জন। মোট সংক্রমিতদের মধ্যে সুস্থ্ হয়েছেন ৪৮ জন। মারা যাওয়ার পর পজিটিভ এসেছে দু’জনের। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন কমপক্ষে ১০ জন। যাঁদের কোনো পরীক্ষা হয়নি।

ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালি বলেন, ভোলার চারপাশে ২৬টি লঞ্চঘাটসহ অসংখ্য ঘাট দিয়ে মানুষ ঢাকা-চট্টগ্রাম, বরিশালসহ বিভিন্ন জেলা থেকে যাতায়াত করছে। তাদের স্বাস্থ্যবিধি মানার হার একদমই কম। সামাজিক দূরত্ব উপেক্ষা করার পাশাপাশি সুরক্ষাও নিচ্ছে না।

এ কারণেই জেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা বাড়ছে। সবশেষ ভোলায় নতুন করে আরও ১৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯–এ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৬ জনে।

গত সোমবার জরুরি সভায় ভোলার পাঁচটি পৌরসভা ও কিছু ইউনিয়নের ওয়ার্ডকে রেড জোনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কার্যক্রম শুরু হবে দু–এক দিনের মধ্যে।

সিভিল সার্জন সূত্র আরও জানায়, ভোলা পৌরসভার ৯টি ওয়ার্ড, বাপ্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড, আলীনগরের ৩ নম্বর ওয়ার্ড, উত্তর দিঘলদীর ২ নম্বর ওয়ার্ড, চরসামাইয়ার ১ নম্বর ওয়ার্ড, দৌলতখান পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ড এবং উত্তর জয়নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড, বোরহানউদ্দিন পৌরসভার ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড, গঙ্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড, লালমোহন উপজেলার লালমোহন পৌরসভার ২, ৪, ৬, ৭ নম্বর ওয়ার্ড এবং চরভুতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ও লালমোহন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড, চরফ্যাশন উপজেলার চরফ্যাশন পৌরসভার ১, ৩, ৪, ৫, ৬, ৯ নম্বর ওয়ার্ড এবং আমিনাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড, আবদুল্লাহপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড, আবুবকরপুরের ৩ নম্বর ওয়ার্ড এবং মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়ার ৩ নম্বর ওয়ার্ডক রেড জোনে পড়েছে।

ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, আক্রান্তের সংখ্যার অনুপাত ও নীতিমালা অনুসারে ওয়ার্ডগুলোকে রেড জোন ও ইয়েলো জোনের আওতায় আনা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net