বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৮

শিরোনাম :
সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ সাংবাদিক মামুন অর রশিদের মায়ের মৃত্যুতে এস এম জাকির’র শোক
করোনাভাইরাসের উপসর্গে বরিশাল মেডিকেলে ৪ জনের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গে বরিশাল মেডিকেলে ৪ জনের মৃত্যু

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে একদিনে চারজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক বাকির হোসেন জানান, রোববার বেলা সাড়ে ১১টায় ৬৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রচণ্ড শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে সকাল সাড়ে ৯টায় তাকে করোনাভাইরাস ইউনিটে ভর্তি করা হয়েছিল। তিনি নগরীর কাজিপাড়ার বাসিন্দা।

“শনিবার রাত সাড়ে ১২টায় মারা যান উজিরপুর উপজেলার সাতলা গ্রামের ৫০ বছর বয়সী এক ব্যক্তি। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুর এক ঘণ্টা আগে রাত সাড়ে ১১টায় তাকে করোনাভাইরাস ইউনিটে ভর্তি করা হয়েছিল।”

একই উপসর্গে আক্রান্ত মুলাদী উপজেলার ৪৫ বছর বয়সী একজন শনিবার বিকাল সোয়া ৫টায় এবং বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের ৬০ বছরের একজন একই দিন বেলা সাড়ে ১১টায় মারা যান বলে বাকির হোসেন জানান।

তিনি আরও জানান, এ পর্যন্ত শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে ৩৩ জনের মৃত্যু হয়েছে। পরবর্তীতে নমুনা পরীক্ষায় তিন জনের শরীরে কোভিড-১৯ এর অস্তিত্ব পাওয়া যায়।

মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net