বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১১:৪০

শিরোনাম :
সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ সাংবাদিক মামুন অর রশিদের মায়ের মৃত্যুতে এস এম জাকির’র শোক

বরিশালে ৯ পুলিশসহ নতুন করে ২২ জনের করোনা শনাক্ত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে আরও নয় পুলিশ সদস্যসহ একদিনে ২২ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩১ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে ৯ জন বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত এবং একজন পুলিশ পরিবারের সদস্য।

এছাড়া বরিশাল নগরীর চাঁদমারীতে ৩ জন, রূপাতলীতে ২ জন, আলেকান্দা, আমতলা, ভাটিখানা ও নাজিরমহল্লায় একজন করে মোট ৪ জন, বাকেরগঞ্জ উপজেলায় ২ জন ও বানারীপাড়ায় একজন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলায় নতুন করে করোনা থেকে কেউ সুস্থতা লাভ করেনি। ফলে এ জেলায় সুস্থ রোগীর সংখ্যা ৪৫ জনই রয়েছে।

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল বরিশাল জেলার বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জে একজন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। তাছাড়া আক্রান্তদের মধ্যে মুলাদী উজেলায় মৃত্যু হয়েছে একজনের।

সবশেষ তথ্য অনুযায়ী সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা বরিশাল মহানগরীতে। এখন পর্যন্ত ১৭৪ জন হয়েছে নগরীতে। এছাড়া বাবুগঞ্জে ১২ জন, উজিরপুরে ১১ জন, বাকেরগঞ্জে ৯ জন, মেহেন্দিগঞ্জে ৬ জন, হিজলায় ৪ জন, মুলাদীতে ৪ জন, বানারীপাড়ায় ৪ জন, গৌরনদীতে ৩ জন ও আগৈলঝাড়ায় ৩ জন।

আক্রান্তদের মধ্যে ১২ জন চিকিৎসক, ১৬ জন নার্স, একজন মেডিকেল টেকনোলজিস্ট, একজন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও একজন স্টোর কিপারসহ স্বাস্থ্য বিভাগে কর্মরত ৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net