শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৪

শিরোনাম :
সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ সাংবাদিক মামুন অর রশিদের মায়ের মৃত্যুতে এস এম জাকির’র শোক

বরিশালে নতুন করে ২৯ জনের শরীরে করোনা শনাক্ত

dynamic-sidebar

বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রামক শনাক্ত হয়েছে। বিভাগে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৬৯ তে। এর মধ্যে ১২১ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়ে ছাড়পত্র গ্রহণ করেছেন।

নতুন শনাক্তের মধ্যে বরিশালে দুই নার্সসহ ১৫ জন, পিরোজপুরে ৯ জন, বরগুনায় ৪ জন, পটুয়াখালীতে একজন রয়েছেন।

সোমবার (২৫ মে) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সূত্রে জানা গেছে, নতুন ২৯ জন আক্রান্তসহ বরিশাল জেলায় সবচেয়ে বেশি ১৫৬, পিরোজপুরে ৬২, বরগুনায় ৫৩, পটুয়াখালীতে ৪২, ঝালকাঠিতে ৩৪, ভোলায় ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট সুস্থের মধ্য বরিশালে ৪১, বরগুনায় ৩৪, পটুয়াখালীতে ২৫, ঝালকাঠিতে ১৩, পিরোপুরে ৬ ও ভোলায় দুইজন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশালের মুলাদীতে একজন, নলছিটিতে একজন, পটুয়াখালীর সদর উপজেলায় একজন, মির্জাগঞ্জে একজন, দুমকিতে একজন, বরগুনার আমতলীতে একজন ও বেতাগীতে একজন রয়েছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন বরিশাল স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net