বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৯

ঘূর্ণিঝড় আম্পানে লোডশেডিংয়ে দক্ষিনাঞ্চলের ৩৩ লাখ মানুষ

ঘূর্ণিঝড় আম্পানে লোডশেডিংয়ে দক্ষিনাঞ্চলের ৩৩ লাখ মানুষ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃবাংলাদেশের উপকূলীয় অঞ্চলে শুরু হওয়া ঘূর্ণিঝড় আম্পানে বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় ৩৩ লাখ মানুষ। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) কর্মকর্তারা।

 

 

বিআরইবি-এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মইনউদ্দিন গণমাধ্যমকে জানান, বুধবার (২০মে) সন্ধ্যা থেকে অধিকাংশ উপকূলীয় এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। লোডশেডিং এর অন্ধকারে নিমজ্জিত এই জেলাগুলো হলো- খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুর।

বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করার কথা থাকলেও, সাতক্ষীরা ও খুলনায় প্রচণ্ড ঝড়ের কারণে সমস্যা হচ্ছে বলেও তিনি জানান।

 

 

এ ছাড়া, বরিশাল শহরসহ বিভাগের প্রায় তিন লাখ গ্রাহক বিদ্যুতবিহীন অবস্থায় আছে বলে জানিয়েছেন পশ্চিম জোন বিদ্যুৎ বিতরণ কোম্পানির নির্বাহী প্রকৌশলী অমূল্য কুমার

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net