শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৫

শিরোনাম :
রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ
পটুয়াখালীতে র‌্যাবের অভিযানে ৬৫ হাজার পিস ইয়াবা ও রোহিঙ্গাসহ ৮ জন আটক

পটুয়াখালীতে র‌্যাবের অভিযানে ৬৫ হাজার পিস ইয়াবা ও রোহিঙ্গাসহ ৮ জন আটক

dynamic-sidebar

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশান বাড়িয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬৫ হাজার পিস ইয়াবা ও নগদ ২লক্ষ ৩০ হাজার টাকাসহ ৮ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।

শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এ অভিযান চালায় বলে নিশ্চিত করা হয়েছে। র‌্যাবের হাতে আটককৃত ৮ জনের মধ্য হাসিনা বেগমের বাড়ী মিয়ানমার এলাকায় বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে। এসময় একটি মাছধরা ট্রলার এবং একটি মোটর সাইকেলও উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নিশান বাড়ীয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবুল মৃধা (৪৫), ও তার স্ত্রী রোহিঙ্গা মোসাঃ হাসিনা বেগম(২২) এবং তাদের সহযোগী মোঃ ইউসুফ আলী (২৭), মোঃ সালাম (২৭), মোঃ নূর আলম (২৬), মোঃ ইউছুফ (২৬), শাহজাদা (২৪), মোঃ জামাল (২৪)কে আটক করা হয়। পরে র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতদের দেয়া তথ্যে একটি মাছ ধরা ট্রলার জব্দ করে তাতে তল্লাশি চালিয়ে ৬৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে আরো নগদ ২ লক্ষ ৩০ হাজার টাকা মাদক ব্যবসার কাজে ব্যাবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়- ধৃত বাবুল মৃধা ও তার স্ত্রী হাসিনা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা টেকনাফ ও কক্সবাজার থেকে মাছ ধরার ট্রলার ব্যবহার করে বড় বড় ইয়াবা চালান নিয়ে আসেন এবং পটুয়াখালীতে সরবরাহ করে থাকে। আসামী বাবুল মৃধার বিরুদ্ধে চাঁদপুর, পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন থানায় প্রায় অর্ধ ডজন মাদক মামলা রয়েছে। আটককৃত আসমীদেরকে উদ্ধারকৃত ইয়াবাসহ পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে। আসামীদের দুজনের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এবং বাকি ৬ জনের বাড়ি পার্শ্ববর্তী বরগুনা জেলার বিভিন্ন উপজেলায়।

এদিকে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত হাসিনা জানায়-তার নিজ স্থান মিয়ানমার এলাকায়। তিনি কক্স বাজার থেকে পটুয়াখালীতে অবস্থান করে মাদক ব্যবসা পরিচালনা করেন। পটুয়াখালীর কলাপাড়া এক ইউনিয়ন পরিষদের সহায়তা ও পটুয়াখালী নির্বাচন কার্যালয়কে আর্থিক সুবিদা দিয়ে পরিচয় পত্র তৈরী করতে সক্ষম হয়েছে হাসিনা।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net