বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১০:০৫

শিরোনাম :
রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ

কেমন চলছে ববি’র টেলি স্বাস্থ্যসেবা

dynamic-sidebar

রবিউল ইসলাম,ববি প্রতিনিধি :

করোনা বিপর্যয়ে গত ৮ই এপ্রিল থেকে জরুরি টেলি স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। বিশ্ববিদ্যালয়টির যেকোনো সদস্য ০১৭২৩ ০৪০ ১১৯ নম্বরে ফোন করে চিকিৎসকের পরামর্শ নিতে পারছেন ।প্রতিদিন সকাল ৯টা হতে দুপুর ১২টা এবং দুপুর ৩টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাস্থ্যসেবা নেওয়া যাচ্ছে। কার্যক্রমটি শুরু হবার পর এ পর্যন্ত অর্ধ শতাধিক মানুষ জরুরী চিকিৎসা পরামর্শ পেয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। করোনার প্রাদুর্ভাব রুখতে সবাইকে যখন ঘরে আবদ্ধ থাকতে হচ্ছে ঠিক তখন বিশ্ববিদ্যালয়ের এমন উদ্যোগকে স্বস্তিদায়ক হিসেবে উল্লেখ করছেন শিক্ষার্থীরা।

টেলি স্বাস্থ্যসেবা কার্যক্রমে পরামর্শ দিচ্ছেন বিশ্ববিদ্যালয়টির মেডিকেল অফিসার ডাঃ তানজিম। তিনি জানান, এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ জন এই স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন। এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তা- কর্মচারীদেরও কয়েকজন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য টেলি স্বাস্থ্যসেবা কার্যক্রমের যাবতীয় বিষয় তদারকি করছেন।

এই কার্যক্রমে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুল হামিদ। তিনি জানান, মৌসুমি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি নম্বরটায় ফোন দিয়েছিলেন। বিভিন্ন অবস্থা জেনে যথাযথ পরামর্শ দিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। সেই পরামর্শ মেনে চলেই সুস্থ হয়ে উঠেছেন তিনি। এমন উদ্যোগ গ্রহণ করা বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট স্বস্তিদায়ক বলেও মনে করেন এই শিক্ষার্থী।

দায়িত্বরত চিকিৎসকের বরাতে জানা গেছে, শিক্ষার্থীদের পরিবারে সদস্যরাও এই টেলি স্বাস্থ্যসেবা নিচ্ছেন। এছাড়া স্বাস্থ্য সেবার বিষয়টি বিভিন্ন পত্র পত্রিকায় আসাতে বিশ্ববিদ্যালয়ের বাইরের একাধিক ব্যাক্তিও ফোন দিয়ে পরামর্শ নিয়েছেন। করোনা পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হয় ততদিন এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানা গেছে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net