শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৩

সারাদেশের সাথে বাস ও লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে আমতলী উপজেলা প্রশাসন

সারাদেশের সাথে বাস ও লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে আমতলী উপজেলা প্রশাসন

dynamic-sidebar

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। করোনা ভাইরাস ছড়ানোর শংকায় বরগুনার আমতলী থেকে ঢাকাসহ সারাদেশের সাথে বাস ও লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কথা বিবেচনা করে ও ভাইরাস ছড়ানোর শংকায় মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে আমতলী উপজেলা থেকে দূরপাল্লার রুটে চলাচলরত সকল পরিবহন বাস ও যাত্রীবাহী লঞ্চ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।

 

বন্ধ ঘোষনার পরে আমতলী থেকে ঢাকা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রামসহ দূরপাল্লার রুটের সকল পরিবহন বাস ও ঢাকা- আমতলীতে চলাচলরত দোতলা লঞ্চ বন্ধ রয়েছে। তবে আমতলীর আভ্যন্তরীণ রুটে অল্প সংখ্যক বাস ও লঞ্চ চলাচল করতেছে। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কথা বিবেচনা করে আমতলীর সাধারণ মানুষকে রক্ষায় আমতলী থেকে চলাচলরত দূরপাল্লার সকল যানবাহন ও লঞ্চ বন্ধ করে দেয়া হয়েছে।

 

 

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বন্ধ থাকবে। তবে অভ্যন্তরীণ রুটে কিছু বাস ও লঞ্চ চলাচল করবে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net